Pakha

সারাদিন পাখা ঘুরলেও বিদ্যুৎ বিল উঠবে সামান্য।

 

গরমকাল হোক কিংবা শীতকাল আগের থেকে এক ধাক্কায় হাফ টাকা কম দিতে হবে বিদ্যুতের বিল

 

বাড়িতে যদি থাকে এই অভিনব পাখা

লাগবে না কোন এসি।

 

হাওয়া পাবেন এসি থেকেও বেশি।

অথচ বিদ্যুৎ বিল একেবারে হাতের মুঠোয়।

 

প্রযুক্তি কিনা পারে !সেই প্রযুক্তির বড় আশীর্বাদ ছিল এসি. যা বর্তমানে প্রত্যেকটি ঘরের খুব গুরুত্বপূর্ণ জিনিস হয়ে উঠেছে। প্রতিবছর যেভাবে আদ্রতার পরিমাণ বাড়ছে। তাতে এসি ছাড়া দিন কাটানো নামুমকিন হয়ে ওঠে। তবে এসি কেনার সামর্থ নেই সব মানুষের। গোটা দিন ধরে ফ্যান চলার ফলে বিদ্যুতের যা বিল যা ওঠে তাতে মধ্যবিত্তের অর্ধেক পয়সায়ী চলে যায় বিদ্যুতের বিল মেটাতে। এই এত কিছু বিষয় মাথায় রেখে অভিনব পাখার আবিষ্কার করেছে সুগন্ধা কারখানা। কারখানায় প্রস্তুত করা হয়েছে এমন এক পাখা যা কাজ করবে খানিক এসির মতনই অথচ দাম ভালো-ভালো পাখারও হাফ। এমনকি এই পাখা ঘরে লাগালে বিদ্যুৎ বিলও থাকবে হাতের নাগালে।

 

 

এদিন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস কারখানায় উপস্থিত হয়ে এর উদ্বোধন করেন। সুগন্ধার কারখানায় বর্তমানে ২০০ জন কাজ করেন।

 

সংস্থার অন্যতম ডিরেক্টর সম্রাজ্ঞী ঘোষ বলেন, ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের কাছ থেকে ফাইভ ষ্টার রেটিং পেয়েছে এই পাখা। তিনি আরও জানান –

 

Byte :- (00: 40-1:18) ( white shirt female)

 

দেশের ৩০ কোটি মানুষ যদি এই পাখা ব্যবহার করে তবে বছরে ৮১০০ কোটি ইউনিট বিদ্যুৎ সাশ্রয় হবে।আগে দেশে এই বিএলডিসি প্রযুক্তির পাখা থাকলেও সম্পূর্ণ পার্টস এখানে তৈরী হতনা। বাইরে থেকে পার্টস এনে অ্যাসেম্বল করতে হত। তবে এবার সম্পূর্ণ টাই তৈরী হবে এই কারখানায়। যার ফলে ৯৯৯ টাকায় এই পাখা পাওয়া যাবে। আগামী দিনে দেশের বিভিন্ন জায়গায় এই প্রযুক্তিতে তৈরী পাখা পাওয়া যাবে।

 

End


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *