Focus
এবারে মাত্র ১০১ টাকায় তারাপীঠ ভ্রমণ।
থাকছে তারা মায়ের দর্শন থেকে থাকা- খাওয়ার ব্যাবস্থা সবই।
এবার নিজের এলাকার দুঃস্থ মহিলাদের জন্য
এমনই মহৎ উদ্যোগ
এক মহিলার।
Body :- কথায় বলে মানুষ মানুষের জন্য। কিন্তু আজকের এই হিংসার যুগে সেটি ভুলতে বসেছে মানুষ। আর সেক্ষেত্রেই ব্যতিক্রমী পশ্চিম বর্ধমানের কাঁকসা অঞ্চলের মীনাক্ষী দে দত্ত। নিজ উদ্যোগে তিনি এলাকার মহিলাদের জন্য করলেন তীর্থ ভ্রমণের ব্যবস্থা। মাত্র ১০১ টাকার বিনিময়ে ৭০ জন মহিলাকে নিয়ে করেন এই ভ্রমণের ব্যবস্থা। শুধুই ঘোরা নয় যজ্ঞ সহ একাধিক কার্যক্রমে এই ভ্রমণ যাত্রা ভাগ করেছেন তিনি। তার কথায় প্রত্যেকের কাছে যেন এই ভ্রমণটি স্বরনীয় হয়ে থাকে। সেই চেষ্টাই করেছেন তিনি।
এছাড়াও ভ্রমণ আয়োজক মীনাক্ষী দেবী আরো জানান, তিনি এলাকার আর্থিকভাবে দুর্বল মহিলাদের জন্য কিছু করতে চাইছিলেন। সেই মতই তিনি নিজেই ইচ্ছের কথা জানান তার পরিবারকে। তার এই ভাবনায় সঙ্গ দেয় তার পরিবারও । এরপরই নেওয়া হয় এই উদ্যোগ। এলাকায় জানানো হয়, যেই সব মহিলারা তারাপীঠের তীর্থ ভ্রমণের জন্য আগ্রহী তারা যোগাযোগ করুন। ব্যাস! এর পরই যাত্রা শুরু ছিল শুধু সময়ের অপেক্ষা। নিমেষে আবেদনে ভরে যায় মীনাক্ষী দেবীর বাড়ি।
অবশেষে ,এক লাক্সারী বাস মহিলাকে নিয়ে তারাপীঠ এর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মীনাক্ষী দেবী।
এই মহৎ উদ্যোগে সকলেই খুশি তারা। এছাড়াও মীনাক্ষী দেবীকে ধন্যবাদ জ্ঞাপন করে তাদের বক্তব্য ” অনেক ক্ষেত্রেই পয়সা ও নিঃসঙ্গতার কারণে কোথাও যাওয়া হয়ে ওঠে না। সেখানে দাঁড়িয়ে আজ এই উদ্যোগের জন্য আমরা এই তীর্থ ভ্রমণের সৌভাগ্য লাভ করেছি।
এমনভাবেই বেচে থাকুক মীনাক্ষী দেবীর মতন মানুষেরা । এভাবেই করতে থাকুক মানুষের স্বপ্ন পূরণ । তার দীর্ঘায়ু কামনা করে টিম বাংলা হান্ট ।।
End
Leave a Reply