Nandi

ফের নন্দীগ্রামে তৃণমূলকে ল্যাং মারল বিজেপি।

 

 

লটারির জোরে পঞ্চায়েত এখন বিজেপির।

 

 

এই তো সবে শুরু, বড় ইঙ্গিত বিজেপির।

 

 

 

আসল খেলা এখনও বাকি ,

হুঁশিয়ারি তৃণমুলের।

 

 

 

Body: বিধানসভা থেকে পঞ্চায়েত নির্বাচন। সবেতেই এপি সেন্টার নন্দীগ্রাম। বাংলার রাজ্য-রাজনীতিতে বরাবরই আলোচিত স্থান হল নন্দীগ্রাম। এই নন্দীগ্রাম থেকেই ,এবারের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীকে হারায় শুভেন্দু অধিকারী। যার পর ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে এই নন্দীগ্রাম। এই নন্দীগ্রামেই এবার পঞ্চায়েত সমিতি ১ এবং ২ দুটিই দখল করল বিজেপি। নন্দীগ্রাম ২ ব্লকে প্রথম থেকেই সংখ্যাগরিষ্ঠতা থাকায় সহজেই বোর্ড গঠন করে বিজেপি শিবির। কিন্তু সমস্ত আগ্রহ ছিল ১ নম্বর ব্লককে ঘিরে। কারণ ৩০ আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে তৃনমূল ও বিজেপি দুটিই দলই ১৫ টি করে আসন পায়। ফলে বোর্ড গঠনের সময় হয় ভোটাভুটি। কিন্তু সেখানেও ফল সমান হয়। এরপরই লটারি করা হয় সভাপতি ও সহ সভাপতি নির্বাচনের জন্য। সেখানেই লটারিতে বাজিমাত করে বিজেপির জয়ী প্রার্থী শ্যামল সাহু। নির্বাচিত হন সভাপতি পদে। যদিও বা সহ সভাপতি নির্বাচিত হন তৃণমুলের জয়ী প্রার্থী জয়ন্তী মণ্ডল।

 

এদিন নতুন সভাপতি,

শ্যামল সাহু জানান। এই জয় মামুষের জয়। মানুষের জন্য কাজ করাই হবে তার লক্ষ্য –

 

Byte- ( 00:34- 1:35) ( নীল – সাদা চেক পাঞ্জাবী)

 

পাশাপাশি সহ – সভাপতি তথা তৃনমূল জয়ী প্রার্থী জয়ন্তী মণ্ডল জানান , সভাপতিও আমাদের হলে ভালো হত, তবে যতটা সুযোগ পাব কাজ করব –

 

Byte (00:11- 00:39) ( সবুজ শাড়ী,সবুজ মালা)

 

আগেই পঞ্চায়েত সমিতি ২ ছিল বিজেপির পক্ষে। এবার এই ১ নম্বর পঞ্চায়েত সমিতি দখল হওয়াতে রীতিমতন উচ্ছাসে ভেসে যায় বিজেপি কর্মীরা।

 

(Footage of crowd)

 

তবে এই বিষয়ে, তৃণমুলের তরফে জানানো হয়। এত লাফালাফির কোনো কারণ নেই। সভাপতি ওদের হলেও সহ সভাপতি আমাদের। আসল কথা স্থায়ী সমিতি গঠনের সময় হবে।

 

Byte (00:00- 00:24) ( old man with glasses)

 

&

 

Byte (00:00-01:08) ( Bappaditya, young, আকাশি পাঞ্জাবী)

 

আগামীদিনে,এই নন্দীগ্রামে আদৌ তৃনমূল কি ফিরে পাবে তাদের হারানো জমি !? নাকি এবার শুধুই উড়বে গেরুয়া আবির !?

 

End


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *