*Focus*
বিজেপিও নয় তৃণমূলও নয়! বোর্ড গঠন করল নির্দল প্রার্থীরা।
শেষ বলে ছক্কা হকালো নির্দল প্রার্থীরা।
বাম – বিজেপির সমর্থন নিয়ে বোর্ড গড়ল নির্দল
২০ বছরের আসন হাতছাড়া তৃণমূলের।
Body:- পঞ্চায়েত ভোট শেষ এখন বোর্ড গঠনের পালা। আর এই বোর্ড গঠনকে ঘিরেই রাজ্যের নানা প্রান্ত থেকে প্রায় প্রতিদিনই উঠে আসছে নানান খবর। কোন দিকে রাম- বাম আঁতাত। তো কোন দিকে আবার তৃণমূল সিপিএম আঁতাত। কিন্তু তমলুক ব্লকের এই পদুমপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত যেন একটু ব্যতিক্রমী। এইখানে বোর্ড করলেন নির্দল জয়ী প্রার্থীরা।
Footage
এই গ্রাম পঞ্চায়েতের ফলাফল ছিল ত্রিশঙ্কু। একক সংখ্যাগরিষ্ঠটা কোন দলেরই ছিল না। সেক্ষেত্রে বোর্ড গঠনে জোট ছিল একমাত্র উপায়। কারা বোর্ড গঠন করবে এই নিয়েছিল এলাকার মানুষদের মনের মধ্যে টানটান উত্তেজনা। কিন্তু শেষমেষ বোর্ড গঠন করে চমক দিল নির্দল প্রার্থীরা। প্রধান হলেন কুরপাই দক্ষিণ বুথ থেকে জয়ী নির্দল প্রার্থী দোলন মাইতি। অপরদিকে উপপ্রধান হলেন মিরিকপুর দেশবন্ধু থেকে নির্দল জয়ী প্রার্থী সুদর্শন মাঝি।
এই প্রসঙ্গে নতুন প্রধান বলেন সকলের সমর্থনেই আমি প্রধান হয়েছি। সকলের জন্যে কাজ করাই হবে আমার লক্ষ্য।
Byte of Dolan maity ( 00:54- end of the video)
(Red Sari)
এই প্রসঙ্গে বাম ও সিপিএম প্রার্থীরা বলেন মূলত দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও বৃহত্তর উন্নয়নের স্বার্থেই তাদের এই পদক্ষেপ।
Byte of BJP candidate ( 00:24- 00:40) check white shirt
&
Byte of cpim Candidate (00:15-00:37) ( yellow check shirt
নিজেদের শক্ত মাটিতে পঞ্চায়েত হাতছাড়া হওয়াতে রীতিমতো স্তব্ধ শাসক দল। তাদের অভিযোগ জনমতকে না মেনে অনৈতিকভাবে গঠন করা হয়েছে বোর্ড। প্রসঙ্গত এই অঞ্চলে ভোটের আগেই গ্রেফতার হন বিদায়ী তৃণমূলের উপপ্রধান। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়র নির্দেশেই গ্রেপ্তার করা হয় তাকে। এরপরেই তৃণমূলের অর্ধেক শক্তি ক্ষয় হয়ে যায়। যার ফল দেখা যায় পঞ্চায়েত ভোট এবং পরবর্তী বোর্ড গঠনেও। এবারে ভবিষ্যতে নিজেদের হারানো জমি আদৌ ফিরে পাবে কিনা শাসকদল তার উত্তর সময়ই দেবে।।
End
Leave a Reply