*Focus*
তীরে এসে তরী ডুবলো তৃণমুলের।
বেশি দর দিতে না পারায় প্রার্থী হল হাত ছাড়া ।
এবারে তুরুপের তাস কুড়মী সমাজ।
শেষ মুহুর্তে ছক্কা হাকালো বিজেপি।
পঞ্চায়েত হাতছাড়া হওয়াতে বিক্ষুব্ধ তৃণমূল
(Footages of panchyat)
*Body*: পঞ্চায়েত ভোট শেষ। এবার বোর্ড গঠনের পালা। আর এই বোর্ড গঠনেই বারংবার গোল দিচ্ছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার যেন উলাটপূরণ। সংখ্যাগরিষ্ঠটা থেকেও হাতছাড়া হল গ্রাম পঞ্চায়েত। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের খাড়বান্ধি গ্রাম পঞ্চায়েত সাক্ষী থাকল এই ঘটনার। এবারে বিজেপির সমর্থনে বোর্ড করল কুড়মি সমাজ সমর্থিত নির্দল জয়ী প্রার্থীরা। প্রধান হলেন কুর্মি সমাজের জয়ী প্রার্থী সীতা সরেন। উপপ্রধান হলেন বিজেপির জয়ী প্রার্থী রেখা নায়েক।
এই গ্রাম পঞ্চায়েতে মোট 12 টি আসন ছিল । যার মধ্যে তৃণমূলের দখলে ছিল পাঁচটি আর বিজেপির ছিল চারটি। এই কুড়মি সমাজ সমর্থিত নির্দল প্রার্থীদের দখলে ছিল তিনটি আসন। এখানে সামগ্রিকভাবে সংখ্যাগরিষ্ঠটা ছিল তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র নির্দলদের সহায়তা পেলেই তারা গড়তে পারতেন বোর্ড। কিন্তু সেখানেই বাঁধ সাধে বিজেপি। শেষ মুহূর্তে কুড়মি সমাজ সমর্থিত নির্দল প্রার্থীকে প্রধান হিসেবে বেছে নিয়ে বোর্ড গঠন করে তারা।
এই প্রসঙ্গে নতুন প্রধান কুড়মী সমাজের মুখ সিতা সরেন জানান মানুষের জন্য কাজ করাই তার লক্ষ্য হবে-
Byte of Sita Saren ( Blue Sari ) (00:30- 00:40)
এ ছাড়াও বিজেপি প্রার্থী তথা উপপ্রধান প্রার্থী রেখা নায়েক জানান একত্রে উন্নয়ন করাই তাদের লক্ষ্য –
Byte of Rekha nayek (00:34-01:02)
এবারে এই বোর্ড গঠন কতটা সুদূরপ্রসারী হয় তার উত্তর সময়ই দেবে।।
End
Leave a Reply