*Focus*
তৃণমূল-বিজেপির সংঘর্ষে তুলাকালাম রামসাই অঞ্চল
বোর্ডই গঠন হল না রামসাই গ্রাম পঞ্চায়েতে!
এ যেন নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ!
Body: প্রসঙ্গত বাংলায় পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই ব্লকে ব্লকে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। তেমনই বৃহস্পতিবার ছিল ময়নাগুড়ি ব্লকের বোর্ড গঠন। কিন্তু এই দিন আর বাকি সাতটি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠিত হলেও গোলযোগ বাঁধলো রামসাই গ্রাম পঞ্চায়েতে।
Background Footages
বৃহস্পতিবার বোর্ড গঠনের সময় বিজেপির ১২ জন সদস্য উপস্থিত হলেও অনুপস্থিত ছিলেন তৃণমূলের জয়ী ১২ সদস্য। বিবাদ বাদে সেখানেই । বিজেপির তরফে অভিযোগ করা হয় সব তৃণমূলের ষড়যন্ত্র!
Byte of BJP leader ( 14:00- 21:00) ( man with sun glass)
বিজেপি আরো অভিযোগ করেন তৃণমুল ইচ্ছে করে বিডিওর গাড়ি আটকে রেখে নাটক করছে
Byte of another BJP leader 00:27- 00:57) (yellow t shirt)
পাল্টা তৃণমূল সমস্ত অভিযোগ নস্যাৎ করে। তারা উল্টো অভিযোগ করেন
Byte of Tmc leader ( 00:10- 00:23) & ( 00:44- 01:08)
বেলা বাড়লে ঝামেলা আরও বাড়তে থাকে এলাকায়। বিক্ষোভে বসেন বেশ কিছু বিজেপি কর্মী। একটা সময়, পরিস্থিতি সামাল দিতে আসতে হয় স্থানিও পুলিশকে।
Footages of police & public
দীর্ঘক্ষণ সময় পার হবার ফলে চলে যান সরকারি কর্মীরা। ফলে স্থগিত হয়ে যায় বোর্ড গঠন। সময়ই বলবে এই গ্রাম পঞ্চায়েতের ভবিষ্যৎ ।।
End
Leave a Reply