Sonkha

Focus Line

 

 

সংখ্যাগরিষ্ঠটা পেল বিজেপি! কিন্তু পঞ্চায়েতে বোর্ড গড়ল তৃণমূল।

 

 

 

ফের প্রার্থী চুরির অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে

 

ফের একবার দলবদলের খেলা দেখাল তৃনমূল কংগ্রেস!

 

 

এমনই ঘটনার সাক্ষী রইল জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েত !

 

 

 

Body: জয়ী হয়েছিলেন বিজেপির পতাকা হাতে নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত হলেন ঘাসফুলের পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত ভোট শেষ, গ্রাম বাংলায় এখন বোর্ড গঠনের পালা। আর এই বোর্ড গঠনেই বিভিন্ন জায়গায় বারংবার বাজিমাত করছে শাসক দল তৃণমূল কংগ্রেস । এই জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের ঘটনাও যেন তারই এক উদাহরণ।

Footages of this area

 

 

প্রসঙ্গত এই বেলাকোবার গ্রাম পঞ্চায়েতে ১৫ জয়ী প্রার্থী নিয়ে সংখ্যাগরিষ্ঠটা পায় বিজেপি। যেখানে শাসক দল তৃণমূল এর ঝুলিতে ছিল ১২ টি আসন ও ২ টি আসন ছিল নির্দল এর । এরপর বিজেপির বোর্ড গঠন ছিল শুধু সময়ের অপেক্ষা। কিন্তু শেষ মুহূর্তে দুই নির্দল প্রার্থী ও পূর্ণিমা রায় নামক এক বিজেপি প্রার্থীকে নিজেদের দলে টেনে, বাজিমাত করে তৃণমূল কংগ্রেস। যার ফলে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠটা বিজেপির থেকেও বেড়ে যায় ফলস্বরূপ তাদের বোর্ড গঠনের পথে আর কোনো বাঁধা থাকে না।

প্রসঙ্গত এই দলবদল নিয়েও অনেক জল ঘোলা হয়, বিষয়টি নিয়ে মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। বিজেপির তরফে অভিযোগ করা হয় যে পূর্ণিমা রায়কে অপহরণ করা হয়েছে। কিন্তু বুধবার এই সমস্ত অভিযোগ নস্যাৎ করেন পূর্ণিমা দাস। হাইকোর্টে তিনি জানান তিনি এক আত্মীয়ের বাড়ি ছিলেন।

 

 

Byte of Purnima Roy (lady) (00:02-00:10) & (00:30-00:35)

 

এদিন বৃহস্পতিবার জেলা তৃণমূল দলের sc, st, obc দলের সভাপতি কৃষ্ণ দাসের উপস্থিতিতেই এই বোর্ড গঠন হয়। কৃষ্ণ দাস জানান ভবিষ্যতে মানুষের জন্য কাজ করাই আমাদের একমাত্র লক্ষ্য হবে।

 

 

Byte of Mr krishana Das (white shirt, clean shave) (01:05- 01:30)

 

কটাক্ষের সুরে, বিজেপি বলে হিসেব মতো গ্রাম পঞ্চায়েতে আমাদেরই কিন্তু তৃণমূল ছল করে তা নিজেদের দখলে নিয়েছে ।

 

 

Byte of Mr. Gopal Roy (Blue t shirt) (00:26- 1:25)

 

 

তবে, দিনের শেষে এটাই বলা যায় যে বঙ্গ রাজনীতিতে দল – বদলের রাজনীতি ভোটের পরেও এখনও চলছে সমান তালে ।।

 

 

Footages of normal areas

 

 

End


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *