Start with a BGM
রাম- বাম এখন অতীত
বোর্ড গঠনে নতুন জোট বাম – তৃণমূল।
সি পি এম কথা রাখেনি, বামেদের ওপর চটে লাল আম জনতা।
প্রার্থী হাতছাড়া হতেই দুষ্টু গরুর তত্ত্ব বিজেপির!!
Body:- পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই কোলাঘাট অঞ্চলের বৃন্দাবন গ্রাম পঞ্চায়েতের মানুষের মধ্যে উৎকণ্ঠা শুরু হয় কোন দল গড়বে পঞ্চায়েত! কারণ এই পঞ্চায়েতে মোট ২৫ টি আসনের মধ্যে তৃণমূল এবং বিজেপি দুটি দলই ১২ টি করে আসন পেয়েছিল এবং একটি মাত্র আসন পেয়েছিলেন সিপিএম প্রার্থী অনুপ মাইতি। এই অনুপ মাইতি তুরুপের তাস হয়ে ওঠেন, সোজা কোথায় তিনি যেই দলকে সমর্থন করতেন সেই দলই পঞ্চায়েত গড়ত । তাই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় দলই আসরে নামে তাকে নিজেদের দিকে টানবার জন্য। অনেক টানাপোড়েনের পর অবশেষে শেষ হাসি হাসে শাসক দল তৃণমূল কংগ্রেস। অনুপ বাবুকে দেওয়া হয় উপপ্রধান পদ ও প্রধান পদ দেওয়া হয় তৃণমূল প্রার্থী সুস্মিতা দাসকে, আর তারপরই দেখা যায় তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মনে বাঁধভাঙা উচ্ছ্বাস।
Footages of Tmc Supporters
সিপিএম প্রার্থী অনুপ মাইতি এ প্রসঙ্গে বলেন মূলত উন্নয়ন ও বৃহত্তর রাজনৈতিক স্বার্থের জন্যই তার এই পদক্ষেপ।
Byte of Mr. Anup Maity (মুখে লাল আবির)(00:12- 00:30)
পঞ্চায়েত প্রধান তৃণমূল প্রার্থী সুস্মিতা দাস বলেন আমার এই জয় আমার কর্মীদের জয় তিনি আরো বলেন-
Byte of Susmita Maity ( মুখে সবুজ আবির মহিলা) ( 1:05- 1:19) ( 1:25- 1:35)
তবে এরপরই কটাক্ষের সুর ভেসে আসে বিজেপির তরফ থেকে, বিজেপি নেতা কৃষ্ণেন্দু দাস এ প্রসঙ্গে বলেন ঘোড়া কেনা বেচার ভালোই দর উঠেছে, ভেতরে ভেতরে সমস্ত কিছুই সেটিং রয়েছে।
Byte of krishnendu Das ( 2:30- 3:00) ( 3:20- 3:25)
এদিকে কিছু গ্রামবাসী আবার বিক্ষোভ শুরু করে অনুপ মাইতিরর বিরূদ্ধে, দাহ করা হয় তার কুশপুত্তলিকা।
Footage of angry villagers
তবে সব শেষে ফের একবার গ্রাম – বাংলা নিজেদেরই দখলে রাখল ।।।
End
Leave a Reply