Focus Line
Footages of 3D pictures
রিয়েলিস্টিক থ্রিডি ইলুয়েশন!
ছবি এঁকে বিশ্ব রেকর্ড করলেন নদীয়ার শিল্পী!
পেলেন একের পর এক বিশ্বের দরবারে স্বীকৃতি !
অসম্ভবকে সম্ভব করে দেখালেন এই শিল্পী !
Footages of artist’s certificate and medel
Inspirational Music
এই গল্প নদীয়া জেলার সৌমিত্র মন্ডল নামক এক চিত্রশিল্পীর যিনি গত ২৩ বছর ধরে নিজের অঙ্কন শিল্পের মাধ্যমে বারংবার নানান অভিনব চিত্র সৃষ্টি করেছেন । বাড়িতেই আছে তার নিজস্ব অঙ্কন চিত্রের গ্যালারী, নিজের তুলির টানে তৈরি করেছেন নানান জীবন্ত চিত্র। এই সবকিছুর মধ্যেই তার সবচেয়ে অভিনব সৃষ্টি হল
এই থ্রিডি ইলুয়েশন ছবিগুলি।
Footages of his gallery & his normal pictures
ছবিগুলি গত মাসে তিনি রেজিস্ট্রেশন করেন ওয়ার্ল্ড গ্রেটেস্ট রেকর্ড এর জন্য, প্রায় মাস খানেক পরে তার এই ছবিগুলি সেখান থেকে অ্যাপ্রুভ করা হয় এবং বেশ কিছুদিন পরেই সেই সংস্থা থেকে তার বাড়িতে আসে ছবি, সংসাপত্র, মেডেল ইত্যাদি।
Again detail footages of medel & certificate
সৌমিত্র বাবুর বক্তব্য অনুযায়ী তার এই ছবিগুলির সামনে দাঁড়ালে মানুষের মনে এক আলাদা অনুভূতির সৃষ্টি হয়
Byte of Mr. Soumitra Mondal ( 00:25-1:03)
প্রসঙ্গত চিত্রশিল্পী সৌমিত্র মন্ডল এর আগেও নানান পুরষ্কারে ভূষিত হয়েছেন
Byte of Mr. Soumitra Mondal ( 01:55- 02:26)
ভবিষ্যতে এমনই নিজের প্রতিভা দিয়ে আরো নানান নিত্য নতুন শিল্পকলা সৃষ্টি করতে চান বলে জানান এই প্রতিভাবান শিল্পী।।
End with BGM
Leave a Reply