Starting with a Inspirational Music
*Focus Line*
ছোটো থেকেই তারা লড়াই করছে
মা – বাবার মতন বটগাছের ছায়া পায়নি তারা
তবুও ছাড়েনি ফুটবল খেলার স্বপ্ন
এই গল্প বাগদা ব্লকের সন্দীপ ও রণদীপ নামক দুই ভাইয়ের যারা হাজারো প্রতিবন্ধকতা সত্ত্বেও পিছু হটেনি নিজেদের স্বপ্ন দেখা থেকে। পিতৃ-মাতৃহীন এই দুই ভাই ছোট থেকেই বেড়ে উঠেছে তাদের দিদিমার কাছে, চূড়ান্ত দারিদ্রতার মধ্যে দিয়ে বড় হয়েছে তারা,তাদের ভাঙা চালের সংসারে কখনো উঁকি মারে রোদ আবার কখনো বৃষ্টি বহুদিনই কাটাতে হয় অর্ধভুক্ত অবস্থায়।
কিন্তু এত সবকিছুর পরেও মাঠে দাপিয়ে বেড়ায় তারা, বড় ভাই বছর ১৭ র সন্দীপ ইতিমধ্যেই তার পায়ের জাদুতে মুগ্ধ করেছেন সকলকে, অংশ নিয়েছে ২০০টিরও বেশি ফুটবল প্রতিযোগিতায় পেয়েছে প্রচুর পুরস্কার, মেডেল সার্টিফিকেট। ইতিমধ্যে পৌছে গেছে ডিস্ট্রিক্ট, তথা ন্যাশনালেও। ছোট ভাই রণদীপও দাপিয়ে বেড়াচ্ছে মাঠে।
তবে এতসব কিছুর মধ্যে আর্থিক অবস্থাটি একটি বড় প্রতিবন্ধকতার কারণ এদের কাছে, তাদের দিদিমা নিজের রক্ত জল করা পরিশ্রম দিয়ে যতটা সম্ভব চেষ্টা চালিয়ে গেছেন তার দুই নাতির স্বপ্নপূরণের জন্য।
কিন্তু একটা সীমানার বাইরে গিয়ে তার পক্ষেও আর সম্ভব নয় সেই কারণেই তিনি সরকারি সাহায্য প্রার্থী তবে সরকারের তরফে খুব বিশেষ সাহায্য পাওয়া যায়নি এমনকি ঘর মেলেনি আবাস যোজনারও.
তবে সময়ই বলবে যে তারা তাদের নিজেদের পায়ের জাদুর বলে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবে কিনা!?
Leave a Reply