Sari

*Focus Line*

Background এ শাড়ি তৈরির ভিডিও

 

জাতীয় হস্ত চালিত তাঁত দিবস উপলক্ষ্যে শান্তিপুরবাসী সাক্ষী থাকলো এক অভিনব অনুষ্ঠানের!

 

তাঁতিরা তাদের শাড়িকে এবার তুলে ধরল এক অভিনব পন্থার মাধ্যমে ।

 

তাদের ঘরের মেয়েরাই যেন তাদের অঘোষিত ব্র্যান্ড অ্যাম্বাসেডর

 

Byte একটি নীল জামা পরিহিত ব্যাক্তির ২৫ সেকেন্ডের ভিডিও

 

গত সোমবার গোটা দেশ পালন করল ন্যাশনাল হ্যান্ডলুম দিবস বা জাতীয় হস্ত চালিত তাঁত দিবস। দেশের অন্যান্য জায়গার মতন নদীয়ার শান্তিপুরেও সাড়ম্বরে পালিত হল এই দিবস

 

এমনিতেই শান্তিপুরের তাঁত শিল্প জগৎবিখ্যাত,তার অন্যতম কারণ এখানে রয়েছেন পদ্মশ্রী প্রাপ্ত বীরেন কুমার বসাক এর মতন তাঁত শিল্পী যিনি দেশের রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী সকলকেই নিজের প্রতিভা ও কাজের মাধ্যমে মুগ্ধ করেছেন। এ ছাড়াও রয়েছেন ছোট – বড় আরোও নানান প্রতিভাধর তাঁতিরাও

 

এদিন তাদের ঘরের মেয়েরাই মডেল রুপে র্হাঁটলেন রাম্পে, নিজদের তুলে ধরলেন এক অনন্যা রুপে। তাঁতির বাড়ির মেয়েরাই এদিন যেন একদিকে রূপে লক্ষ্মী গুনে সরস্বতী

 

Cut to cut some Video footages of ramp work

 

&

 

Footage of one lady’s byte

 

জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী তথা স্থানীয় চেয়ারম্যান শ্রী সুব্রত ঘোষ সহ একাধিক কর্মকর্তারা ।

 

Background এ শাড়ি তৈরির ভিডিও

 

 

 

বর্তমানে ফ্যাশন দুনিয়ায় প্রতিনিয়ত জনপ্রিয় হচ্ছে এই হ্যান্ডলুম শাড়িগুলি যার ফলে উপকৃত হচ্ছেন তাঁতিরাই।

 

 

Byte of White Shirt person

 

এই অনুষ্ঠানের পর তাঁতি মহলের আশা ভবিষ্যতে যদি সরকার থেকে তারা আরো নানান সুযোগ সুবিধা পান, তারা যদি তাদের কাজকে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন তাহলে তাদের এই হ্যান্ডলুমের শাড়ি একদিন পাওয়ার রুমের শাড়িকেও ছাপিয়ে যাবে এবং বিশ্ব ফ্যাশন মানচিত্রে এক নতুন উদাহরণ স্থাপন করবে।।।

 

*End with BGM*


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *