Gass

রান্নায় গ্যাসে ২০০ টাকা ছাড়ের পর এবার আরও বড় ঘোষণা মোদি সরকারের

বিনামূল্যে গ্যাস পরিষেবা!

বিনামূল্যে গ্যাসের সংযোগ!

বাড়িতে বাড়িতে এবার জ্বলবে গ্যাস

দারিদ্র্য মানুষের পাশে দাঁড়াতে বড় সিদ্ধান্ত।

 

দিনের পর দিন রান্নার গ্যাসের (Cooking Gas) দাম বৃদ্ধি পাওয়ার পর অবশেষে এক ধাক্কায় ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি ২০০ টাকা ছাড় দেশের প্রতিটি নাগরিক তাদের সিলিন্ডার বুকিংয়ের সময় পাবেন। অন্যদিকে যাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana) আওতায় গ্যাস কানেকশন রয়েছে তারা পাবেন ৪০০ টাকা ছাড়। এই ঘোষণার পাশাপাশি এবার আরও একটি বড় ঘোষণা করতে দেখা গেল মোদি সরকারকে (Modi Government)।

 

গত মঙ্গলবার কেন্দ্র সরকারের তরফ থেকে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারে এমন ছাড় দেওয়ার ঘোষণায় রীতিমতো স্বস্তি ফিরেছে আমজনতার হেঁসেলে। বিশেষ করে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষগুলি অর্থাৎ যাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় রান্নার গ্যাস কানেকশন রয়েছেন তাদের স্বস্তি দ্বিগুণ। কেননা তারা এবার ৪০০ টাকা করে ছাড় পাবেন। এই প্রকল্পের আওতায় ১০.৩৫ কোটি উপভোক্তা রয়েছেন।

 

অন্যদিকে এরই সঙ্গে সঙ্গে আবার কেন্দ্রের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, সম্পূর্ণ বিনামূল্যে গৃহস্থালিদের বাড়িতে রান্নার গ্যাস কানেকশন দেওয়া হবে। আগের মতই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় এই গ্যাস কানেকশন দেওয়া হবে বিনামূল্যে। এবার ৭৫ লক্ষ আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের এমন গ্যাস কানেকশন দেবে কেন্দ্র। কেন্দ্রের এই ঘোষণার ফলে যারা সরকারের এমন সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন তারা আরও একবার সুযোগ পাচ্ছেন।

 

এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, রাখি বন্ধন উৎসব উপলক্ষে কেন্দ্রের তরফ থেকে এমন সুযোগ দেওয়া হচ্ছে। এর ফলে বিপুল সংখ্যক মহিলা উপকৃত হবেন। কেন্দ্র সরকারের এমন সিদ্ধান্তের ফলে যাতে গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি ক্ষতির সম্মুখীন না হয় তার জন্য তাদের যথোপযুক্ত ভর্তুকি দেওয়া হবে বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক দামের সঙ্গে সামঞ্জস্য রেখে যাতে পরিস্থিতির সামাল দেওয়া যায় তার জন্য কেন্দ্র আলোচনা করছে।

 

রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি কমানোর পাশাপাশি বিনামূল্যে সংযোগ দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই প্রকল্পের আওতায় যারা গ্যাস সিলিন্ডার নিতে ইচ্ছুক তাদের আবেদন জানাতে হবে। এর পাশাপাশি তারা আরও সুযোগ পাবেন বেশি ছাড় পেয়ে। সুতরাং এমন সুযোগ হাতছাড়া করা মানে আফসোস করা ছাড়া আর কিছু নয়।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *