0;16-1:24 phono
র্যাগিং করে তৃণমূল ছাত্র পরিষদ ছেলেরা
একুশে জুলাই হোক কিংবা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপস্থিত না হতে পারলেই কমন রুমে ডেকে (হেনস্থা করা হয় ছাত্রছাত্রীদের
গুরুতর অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে।
গত ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ছিল। সেই প্রতিষ্ঠা দিবসে সারা রাজ্যব্যাপী তৃণমূল সমর্থকদের ভিড় জমে ছিল ধর্মতলার বুকে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে কাতারে কাতারে তৃণমূল সমর্থকরা, তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র-ছাত্রীরা এসে উপস্থিত হয় ধর্মতলার বুকে তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বক্তৃতা শোনার জন্য। এক দিকে যখন এই সমাবেশের জন্য কয়েকগুণ ভোল্টেজ বেড়েছে কলকাতার, ঠিক সেই মুহূর্তেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অসন্তোষের চিত্র দেখা গেল । গুরুতর অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের দিকে । অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা জোর জবরদস্তি বারাসাত গভর্নমেন্ট কলেজের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের তৃণমূলের অনুষ্ঠানে নিয়ে যায়। কোন কারণে সেখানে উপস্থিত না থাকতে পারলে বিভিন্নভাবে নির্যাতন করা হয় তাদের। ২৮ আগস্ট এর পর কোন অজ্ঞাত একজন ব্যক্তি দুটি স্ক্রিনশট পাঠিয়ে এমনই অভিযোগ করেন সংবাদ মাধ্যমএ।
0;00-0;28 phono
1:29-1:58
দেখা যাচ্ছে একটি whatsapp গ্রুপ রয়েছে যেখানে তৃণমূল ছাত্র ছাত্রী ছাড়াও কলেজের ছাত্রছাত্রীরা রয়েছে.।সেখানেই দেখা যাচ্ছে গ্রুপে থাকা সমস্ত সদস্যদের উদ্দেশ্যে এক মেসেজ করেছে গ্রুপের এডমিন । যেখানে লেখা ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে না আসলে পরবর্তীকালে বিপদ বাড়বে । এমনই হুমকি দেওয়া এক মেসেজ করা হয় এদিন গ্রুপে। এই প্রসঙ্গেই অভিযোগকারী অজ্ঞাত সেই ব্যক্তি জানান বিভিন্নভাবে সময় অসময় কলেজের ছাত্র-ছাত্রীদের ভয় দেখিয়ে তৃণমূলের কর্মসূচিতে নিয়ে যাওয়া হয়। অন্যথায় কমন রুমে ডেকে বিভিন্নভাবে হেনস্থা করা হয় ছাত্রছাত্রীদের।
ByteByte0;16-1:24
এমনকি তিনি এটাও জানান দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে হয়নি কোন সুরাহা
Byte1;30-1:43
। তবে এই মুহূর্তে এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তবে কি সত্যি সত্যি? সমাবেশের পিছনে রয়েছে এমনই রহস্য! কে জানে
Leave a Reply