2:27:43 -2:27-52
2;30:53-2;30:53
2;31:05-1:31:10
রবীন্দ্র সংগীত এর শব্দ বদল করার প্রস্তাব মুখ্যমন্ত্রীর। রবীন্দ্রনাথের লেখা গানে শব্দ বদল করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। “বাঙালি নয় বাংলা “রবীন্দ্রনাথের লিখে যাওয়া গান বদলে যাবে মুখ্যমন্ত্রীর কলমের খোঁচায়?
বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতেই সংবাদ এর শিরোনামে। একাধিক বিতর্কিত মন্তব্যের জন্য ইতিমধ্যেই তাকে শিকার হতে হয়েছে কটাক্ষের। তার মাঝেই এবার মুখ্যমন্ত্রীর প্রস্তাব রবীন্দ্র সংগীতের শব্দ বদলের।রবীন্দ্রনাথের গান বাংলার মাটি বাংলার জল এই গানের একটি লাইন বাঙালির প্রাণ বাঙালির মন মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি চান এই শব্দেই আসুক বদল। “বাঙালি নয় বদলে হোক বাংলা” মুখ্যমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী যদি সত্যিই বদল আসে শব্দে তাহলে তা বদলে হবে বাংলার প্রাণ বাংলার মন বাঙালির ঘরে যত ভাই বোন-। এদিন পশ্চিম বঙ্গ দিবস উপলক্ষে নবান্ন সভা ঘরে তার মন্ত্রিসভার মন্ত্রী,কর্মীদের সঙ্গে বৈঠকে এমনই প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
2;26:29-2:26:47
Byte 2:27;09-2:27:57
তবে এমন প্রস্তাবের পরে মুখ্যমন্ত্রী উপস্থিত সমস্ত তৃণমূল কর্মীদের জিজ্ঞাসা করেন তাদের সমর্থন রয়েছে কিনাএ বিষয়ে? । দেখা যায় সিদ্ধান্ত নেওয়ার আগেই তৃণমূল শীর্ষ নেতৃত্বদের মধ্যে শুরু হয়েছে বিতর্ক ।
Byte:2:28:22-2:30:08
2:30;44-2:31:18
রবীন্দ্রনাথের এই গানে একটি ছোট্ট শব্দের বদল আনা হবে কিনা সেই নিয়ে যখন সবাই একাধিক মন্তব্য পোষণ করছে। ঠিক সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী জানান সকলের সমর্থন ছাড়া এই পরিবর্তন সম্ভব নয়। তারপর ই দেখা যায় নিজের সেই প্রস্তাব নিয়ে আবারো ভাবতে হচ্ছে তাকে।
Byte 2:31:11-2:32-31
2:32:31-2;33:54
Leave a Reply