Uponirbachan

ধুপগুড়ি উপনির্বাচনে এবার বিজেপি প্রার্থী প্রচারে শুভেন্দু অধিকারী ।

বিজেপিকে মাইলেজ দিতে মাঠে নামলেন স্বয়ং শুভেন্দু।

দ্বিতীয় সাগরদিঘির পুনরাবৃত্তি যাতে না হয় সেই দিকে বিশেষভাবে নজর।

লোকসভা নির্বাচনের আগে ধুপগুড়ি উপনির্বাচনী এখন পাখির চোখ।

0;00-0;39-1;45

২০২৪-এ লোকসভা নির্বাচনের আগে বর্তমানে ধুপগুড়ি উপনির্বাচন এখন পাখির চোখ রাজনৈতিক দল গুলির কাছে। এমনকি কেন্দ্রীয় স্তরে ইন্ডিয়া জোটে এক মঞ্চে কংগ্রেস বাম তৃণমূলকে একযোগে দেখা গেলেও রাজ্য স্তরে এই ধুপগুড়ি উপনির্বাচনের মমতা বিরোধী প্রচারে এক মঞ্চে দেখা যাবে অধীর এবং সুজন চক্রবর্তীকে। তাই বলাই বাহুল্য এই ধুপগুড়ি উপনির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলির জন্য । অন্যদিকে এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে বিজেপিও। ধুপগুড়ি উপনির্বাচনে এবারের বিজেপি মনোনীত প্রার্থী তাপসী রায় সমর্থনে এদিন শুভেন্দু অধিকারী ধুপগুড়িতে যান মিছিলের সামিল হতে।

 

 

 

ধুপগুড়ি গণেশ মোড় থেকে ধুপগুড়ি চৌপতি পর্যন্ত সুবিশাল পদযাত্রায় ভোট প্রচার ছাড়েন বিরোধী দলনেতা। মন্ত্রী শান্তনু ঠাকুর থেকে শুরু করে একাধিক বিধায়ক ও জেলা নেতৃত্ব কে নিয়ে সুবিশাল জনজোয়ারের মাধ্যমে এই রোডটি শেষ হয়।।

 

দলীয় সূত্রে খবর এরপরে শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের দুরামারি চন্দ্রকান্ত উচ্চ বিদ্যালয়ের ফুটবল ময়দানে শুভেন্দু অধিকারীর প্রকাশ্য জনসভা করেন প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো শুভেন্দু অধিকারীর জনসভা প্রত্যেকবারই বিতর্ক সৃষ্টি করে ।প্রায় প্রত্যেকবারই হাইকোর্টের কাছ থেকে ছাড়পত্র নিয়ে তবেই জনসভা করতে পারেন শুভেন্দু অধিকারী। এদিন মঞ্চে উঠার পর থেকেই শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সরব হন তিনি।

Byte-0;25-1;08-1;44

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *