দীঘায় উঠলো ঔষধি মাছ
যে সে মাছ নয় এই মাছের ফেলে দেওয়া অংশ দিয়ে তৈরি হয় দামী দামী ওষুধ
৩১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে সেই চমৎকারী মাছ
জনারন্য দীঘায়
দীঘা সমুদ্র উপকূল এমনিতেই সারা বছর জনমানবে পরিপূর্ণ থাকে, প্রত্যেক মানুষই শর্ট ট্রিপ করার জন্য এই দীঘাকেই বেছে নেয় আদর্শ স্থান হিসেবে। তাই বছরের বেশিরভাগ সময়টাই যে দীঘা পরিপূর্ণ থাকে ভ্রমণপ্রেমীদের নিয়ে তা বলা বাহুল্য। তবে অন্য সময় তুলনায় এবার দীঘার সমুদ্র সৈকতে উপচে পড়া ভিড় চোখে পড়ল।দীঘায় উঠলো লক্ষ লক্ষ টাকা দরের তেলিয়া ভোলা। সব মিলিয়ে মোট ৯ টি মাছ এদিন ধরা পড়ে জালে। প্রায় ৩১ হাজার টাকা কেজি দরে নিলাম চলছে। এক একটি মাছের ওজন প্রায় ২৫-৩০ কেজি। ওড়িশার ধামরা থেকে একটি মৎস্য ব্যবসায়ী এদিন দীঘা মোহনায় মাছগুলি নিয়ে আসে। মাছগুলি পৌঁছানোর পর রীতিমতো হিড়িক পড়ে যায় দীঘা মোহনায়।
জানা যায়, এই মাছ গভীর সমুদ্রে পাওয়া যায়। দীঘার জি-কে ডি আড়ৎএ এই মাছের নিলাম চলছে। মন্দার বাজারে এই ধরনের মাছ পেয়ে খুশি মত সুজীবীরা। তেলিয়া ভোলাগুলি দেখতে যেমন ভিড় জমিয়েছে মৎস্যজীবীরা তেমনি ভিড় জমিয়েছেন দীঘার পর্যটকেরাও। ইতিপূর্বে দীঘায় তেলিয়া ভোলার দেখা মিললেও এত পরিমাণ দর ওজন এর আগে দেখা যায়নি
প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো এই তেলিয়া ভোলার পটকা দিয়েই তৈরি হয় বিভিন্ন ঔষধি। বিভিন্ন রোগের উপশমের ক্ষেত্রে যে ওষুধ কাজে লাগে জাদু র মতো যার জন্যই মাছের চাহিদাও থাকে খুব । শুধু দেশে নয় দেশের বাইরে ও এই মাছের রপ্তানি হয় চোখে পড়ার মতো।
Leave a Reply