Manush

মানুষ চাইলে কত কিছুই না পারে।

যদি থাকে অদম্য ইচ্ছা ,পৃথিবীর কোন শক্তি পারেনা আটকাতে।

হাজারো ঝড়-ঝঞ্জা দারিদ্রতা এসব তুচ্ছ মনে হয়

সমস্ত কে কাটিয়েই সিভিল সার্ভিস এ দুর্দান্ত ফল করল দরিদ্র পরিবারের মেয়ে

রুকাইয়া সুলতানা

 

 

জীবনে চলার পথে হাজারো বাধা আসুক বিপত্তি আসুক এগিয়ে চলার নাম জীবন। ছোট থেকেই এই শিক্ষা আমাদের দেওয়া হয়েছে। প্রত্যেক মানুষ নিজের জীবনে কমবেশি এই মন্ত্রকেই মেনে চলে।তেমনি হাজারো দারিদ্রতা পেরিয়ে নিজের লক্ষ্যে অটল ছিল দৌলতাবাদের রুকাইয়া। দৌলতাবাদের রুহিয়া গ্ৰামের মেয়ে রুকাইয়া সুলতানা এবারের West Bengal civil service ( Exicutive ) পরীক্ষায় টোটাল মেরিটলিস্ট 84এর মধ্যে 27 rank এ উত্তীর্ণ হয়ে নজর কেড়েছেন দৌলতাবাদ বাসীর।

Byte

অতি সাধারণ পরিবার থেকে উঠে এসেছে রুকাইয়া সুলতানা। বাবা রুহুল হোসেন ক্ষেতিবাড়ী করেন।মাতা আরজুমা খাতুন পার্শ্ব শিক্ষিকা । অভাবের সংসারে পড়াশোনার হাল ধরতে নিজে টিউশন পড়িয়ে উপার্জন করতে দ্বিধাবোধ করেনি রুকাইয়া সুলতানা। রুকাইয়া সুলতানার এমন সাফল্যে পরিবারে নেমে এসেছে খুশির হাওয়া। এ যেন অনন্য উপহার পরিবারের কাছে ।

অন্যদিকে রুকাইয়া সুলতানার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান দৌলতাবাদ থানার ওসি দেবাশীষ ঘোষ।

Bute

আগামীতে উচ্চ পদস্থ আধিকারিক হয়ে জনসাধারণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ওসি দেবাশীষ বাবু। সেই সাথে সাথে শুভেচ্ছা বার্তা দেন দৌলতাবাদ থানা এলাকার বুদ্ধিজীবী মহল সহ এলাকাবাসীর ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *