8:45-8:54
9;06-9;13
10:00-10;06
সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বিভিন্ন সভা অথবা অনুষ্ঠান মঞ্চে এমন সব মন্তব্য করছেন যেগুলি হাসির খোরাক হয়ে দাঁড়াচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সকল মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে মিমের বন্যা। সম্প্রতি রাকেশ রোশনের চাঁদে যাওয়া, ইন্দিরা গান্ধীর চাঁদে যাওয়া, মহাভারত লিখেছিলেন কাজী নজরুল ইসলাম ইত্যাদি মুখ্যমন্ত্রীর ভুল মন্তব্য ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এরই মধ্যে আবার দেশের জনপ্রিয় ক্রিম বোরোলিন (Boroline) এর ব্যবসা বৃদ্ধির কারণ নিয়েও নতুন জল্পনা তৈরি হলো।
আসলে মঙ্গলবার রাজ্যের মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির মিলন উৎসবের আয়োজন করা হয়েছিল। যে মিলন উৎসবে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তিনি তার মূল্যবান বক্তব্য রাখেন। মূল্যবান বক্তব্য রাখার সময় তিনি তুলে ধরেন, ব্যবসায় উন্নতি আনতে হলে সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন আইডিয়া আনার প্রয়োজন রয়েছে। এই আইডিয়ার প্রসঙ্গ তুলে ধরতেই তিনি পুরাতন একটি ঘটনা প্রসঙ্গে বোরোলিনের কথা টেনে আনেন।
8;22-8:48
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তব্য রাখার সময় তুলে ধরেন কিভাবে তার দেওয়া মাত্র একটি আইডিয়াতেই বোরোলিনের ব্যবসা বৃদ্ধি পেয়েছে। বাঙ্গালীদের ঘরে ঘরে কিভাবে জায়গা করে নিয়েছে বোরোলিন। কেটে যাওয়া থেকে শুরু করে ত্বক মসৃণ রাখা, শীতকালে ঠোঁট ফেটে যাওয়া ইত্যাদি বন্ধ করতে বোরোলিনের ব্যবহার করে থাকেন অনেকেই। মুখ্যমন্ত্রী ও তার ব্যাতিক্রম নন।
Byte 8;58-10;06
Leave a Reply