পঞ্চায়েতে তৃণমূল হারার জন্য দায়ী তৃণমূল
ব্লক সভাপতি টিকিট বিক্রি করে হারিয়েছে তৃণমূলকে
তৃণমূলের চক্ষুষল তৃণমূল
ব্লক সভাপতি এর বিরুদ্ধে টিকেট ছুটে স্লোগান
প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল
পঞ্চায়েত নির্বাচন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত তার রেশ কাটেনি পঞ্চায়েতে যেসব স্থানে হেরে গিয়েছে তৃণমূল তার মধ্যে একটি হরিশ্চন্দ্রপুর ব্লক ১ নম্বর এই ব্লকে সিপিএম কংগ্রেস জোটবেঁধে তৃণমূলকে পরাস্ত করে তৃণমূলের এই গোহারান হারের পর একগাল মাছি হয় শাসন আমলের তবে এই হারের পিছনে কারণ কি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের চাচল বিধানসভার অন্তর্গত তৃণমূলের সংগঠন রয়েছে তারা মনে করছে এর জন্য দায়ী তৃণমূলের ব্লক সভাপতি সরাসরি তৃণমূল ব্লক সভাপতি মানিক দাসের বিরুদ্ধে টাকা বিক্রি করার অভিযোগ তুলেছেন তারা। তাদের দাবি টাকার বিনিময় টিকিট বিক্রি করেছেন তিনি, তৃণমূলের এই হার তার জন্যই সেই মর্মেই বেশ কয়েক জায়গায় রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা।
Byte0;00-016
দলের কর্মীরাই তার বিরুদ্ধে চলে গেছে বুঝতে পেরে পরিস্থিতি সামাল দিতেব্লক সভাপতি মানিক দাস বরুই গ্রাম পঞ্চায়েতের পেমা কালিবাড়ি এলাকায় একটি কৌশল বৈঠক ডেকে ছিলেন। কিন্তু সেখানেও বিপত্তি। বৈঠকে উপস্থিত একাংশের মধ্যে থেকে মানিক দাস কে লক্ষ্য করে “টিকিট চোর” স্লোগান উঠে। তারপরেই ব্যাপক উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি।
Byte20-35
জানা যায়,সংঘর্ষ শুরু হয়ে যায় মানিক দাসের অনুগামীদের সঙ্গে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের।পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে দেখে সেই বৈঠক বানচাল করেন ব্লক সভাপতি মানিক দাস ও অঞ্চল সভাপতি মিন্টু আলম
Leave a Reply