Sadhinata

স্বাধীনতা দিবসের দিন গান গেয়ে হয়েছিল ভাইরাল

তার এক গানই হয়েছিল তার পরিচয়

মুক্তি পেয়েছিল এক রত্তির ভেতরের শিল্পী সত্তা

অবশেষে জানা গেল তার পরিচয়

 

চেনেন এই খুদে শিল্পী কে

 

 

স্বাধীনতা দিবসের দিন হঠাৎই ভাইরাল হয় এক ভিডিও। যেখানে দেখা গিয়েছিল এক স্কুল পড়ুয়া দেশাত্মবোধক গান গাইছে মাইক নিয়ে । যথারীতি দেশ স্বাধীন হওয়ার দিন খুদে পড়ুয়ার এমন প্রতিভা দেখে আপ্লুত হয়েছিল আপামোর দেশবাসী। রাতারাতি শেয়ারও হয়েছিল সেই ভিডিও । আর রাতারাতি এই খুদে হয়ে উঠেছিল জাত শিল্পী ।তবে সেই সময় এই ছোট্ট শিল্পীর পরিচয় জানা না গেলেও পরবর্তীতে জানা যায় রাতারাতি ভাইরাল আসানসোল পুচড়ার স্কুলের আদিবাসী ছাত্র শুভঙ্কর কিস্কু।

0;00-0;18 baccha

ওর বাড়ি আসানসোল সিধাবাড়ি গ্রামে। বাবা দিনমজুর মা গৃহবধূ। বাড়িতে আরো দুই ভাই বোন আছে। যথারীতি তাদের অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরোয় ,অভাবের সংসারে যেখানে দুমুঠো ভাত জোগাড় করতে গিয়েই নাজেহাল অবস্থা বাবা-মায়ের। সেখানে কখনো শুভঙ্করকে গান শেখাতে পারার কথা চিন্তা ও করেনি তারা।। তবে ওই যে তার লাগেনি কোন তালিম কারণ ঈশ্বর তার গলায় দিয়েছেন সুর ।

0;26-1;02

স্বাধীনতা দিবসের দিনে স্কুলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেখানে,সে একটি গান গেয়েছিল বাচ্চাটি। সেই ভিডিও করেছিলেন স্কুলের পরিচালন কমিটির সভাপতি। তিনি ফেসবুকে সেটি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। প্রচুর মানুষ সেই ভিডিও নিজের থেকে পোস্ট করেছেন এবং লক্ষ লক্ষ মানুষের ভিউ হয়েছে। তবে পরবর্তীতে কিভাবে এগোবে শুভঙ্কর? দুনিয়া যে শুধু টাকা বোঝে! এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ উপাধ্যায় বলেন যদি শুভঙ্কর এগিয়ে যেতে চায়, আমরা ওর পাশে আছি ও স্বপ্নের পথে আমরা ওকে সাহায্য করবো

1;10-1;32


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *