কথায় আছে জীবনে চলার পথে সাফল্য পেতে বেশিরভাগ মানুষই অন্যের দেখানো পথে হাটে ।তার মাঝে হাতে গোনা কিছু মানুষ আছে যারা ব্যতিক্রমী। সেইরম কিছু ব্যতিক্রমি ছাত্র-ছাত্রীদের নিয়ে KSG IAS এর তরফ থেকে আয়োজন করা হল বিশেষ এক সেমিনারের যেখানে বিশেষ অতিথিদের তালিকায় উপস্থিত ছিল আইএএস অফিসার আনসার শেখ, শেখ আবদুল মাজিদ। এদিন তিনি সেমিনারে উপস্থিত থেকে খুব সহজ করে তার অভিজ্ঞতা তুলে ধরেন সকলের সামনে।তবে তার মাঝেই বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করতে থাকেন লাগাতার। এখানেই শেষ নয় এদিন অনুষ্ঠানের সূচনা হয় এক নির্বাচনী পরীক্ষার মাধ্যমে, যে পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় ১০০র কাছাকাছি ছাত্রছাত্রীরা। এই নির্বাচনী পরীক্ষায় যারা নির্বাচিত হয় তাদেরকে এক স্কলারশিপ দেওয়ার মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে KSG IAS । তাদের কথায় এই স্কলারশিপ ছাত্র-ছাত্রীদের সাহায্য করবে উচ্চশিক্ষায় ,আরো বড় হওয়ার পথে। দিল্লির পর কলকাতার বুকে কেএস জি আই এ এস তাদের নতুন শাখা উদ্বোধনের মাধ্যমে প্রায় হাজার হাজার ছাত্রছাত্রীদের সামনে তাদের জীবন গড়ার এক সুযোগ করে দিয়েছে তা বলাই বাহুল্য । কথায় আছে স্বপ্ন দেখায় তো অনেক, কিন্তু স্বপ্ন পূরণ করতে পাশে দাঁড়ায় কতজন ? Ksg IAS তাদের মধ্যেই অন্যতম ।যারা শুধু স্বপ্ন দেখায় না স্বপ্ন পূরণ করতে সাহায্য করে। ছাত্র-ছাত্রীর স্বপ্ন থেকে শুরু করে চাকরি পাওয়ার আগে পর্যন্ত আইএস তাদের সম্পূর্ণ দায়িত্বভার নেয়। এমন লাখো লাখো ছাত্র-ছাত্রীকে KSG IAS .তৈরি করেছে
Ksg
by
Tags:
Leave a Reply