Sumeru

একজন সুমেরু তো অন্যজন কুমেরু

না রয়েছে রীতির মিল

না রয়েছে খাবার-দাবারে

তবে মিল রয়েছে মনে

তাই বিয়েতে যা আয়োজন করলেন তারা

তা পৃথিবীর আর কোন বিয়েতে হয়েছে বলে মনে হয় না

দেখে অবাক হবেন আপনিও

চলুন দেখবেন নাকি একবার!

 

কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে অর্থাৎ এই তিন কখন কোথায় কিভাবে হবে তা কেউ বলতে পারেনা শিব শঙ্কর এবং পূজার বিয়েও খানিক যেন তারই উদাহরণ। দক্ষিণী ছেলে শিব শঙ্কর উত্তরবঙ্গের মেয়ে পূজা তাদের বিয়ে হল এক অভিনব উপায় । ঢাক ঢোল সানাই এসব তো সাধারণ বিষয়। তাদের বিয়েতে আয়োজন করা হয়েছিল এমন এক খেলার যা এই গোটা ভারতে কারো বিয়েতে হয় কিনা সন্দেহ !আপনি জানলে অবাক হবেন তাদের বিয়েতে আয়োজন করা হয়েছিল দাবা খেলার. বরযাত্রী থেকে কনে যাত্রী যে যতক্ষণ ইচ্ছা খেলতে পারে দাবা । যে যখন পারছে খেলে নিচ্ছে এক দান। কেউ বলছেন বহুবছর পর মগজ ধোলাই হল আবার কারো কাছে প্র্যাকটিস জারি রাখার মাধ্যম ছিল এই দাবা খেলা।

0;00-0;19 rj

শিব শঙ্করের,প্রথমে বাড়ি বাড়ি গিয়ে ছেলে মেয়েদের দাবা শিখিয়ে সংসার চালাতেন,তারপর একের পর এক জাতীয় প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করে একাধিক পুরস্কার পান শিব।এরপর বিগত ৮ বছর ধরে কোচ হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। দিব্য চলছিল জীবন তবে মাঝে হঠাৎই পূজার সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নেয়

0;00+0;29 bou bor

অবশেষে চার হাত এক হয়ে আজ উত্তরপাড়া সাক্ষী থাকলো এক অদ্ভুত বিয়ের।

যেখানে আমন্ত্রিতরা সকলেই এক বোর্ড করে দাবা খেলছেন।ছোট থেকে বড় সকলেই এই রবিবাসরীয় দুপুরে তাদের মগজ ঝালিয়ে নিচ্ছিলেন।

Byte 30-39 saree

আসলে আগামী প্রজন্মের মধ্যে মোবাইল আসক্তি কমানো এবং ছেলে মেয়েদের বুদ্ধির বিকাশে সহযোগিতা করে উৎসাহ দেওয়াই মূল উদ্দেশ্য এমনটাই জানান শিবশঙ্কর।

 

শিবশঙ্কর ও পূজার এই বিয়েতে অনেক অভিভাবক এই উদ্যোগকে স্বাগত জানাবার পাশাপশি আগামীতে যাতে এই ধরনের আরও দাবা খেলার আয়োজন বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আয়োজন করা হয় সেই আহ্বান জানান।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *