Rajya

বর্তমানে রাজ্য রাজনীতি যে পর্যায়ে পৌঁছেছে সেই মুহূর্তে কোন এক শীর্ষ নেতৃত্বের মুখ থেকে ভুল কোন মন্তব্য বের হলেই তা থেকে মিম তৈরি হতে কিংবা তাকে হাসির খোরাকের বিষয়বস্তু তৈরি করতে বেশি সময় লাগছে না।সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের জন্ম দিবস উপলক্ষে যে বিপুল জন সমাবেশ হয় সেখানে উপস্থিত থাকেন এবং তার মূল্যবান বক্তব্য পেশ করেন। তার ঘন্টা খানেক এর বক্তব্যে যেমন ছিল বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ। ঠিক তেমনি উঠে এসছে সাহিত্যের কথা, সংস্কৃতির কথা। উঠে এসছে রবীন্দ্রনাথ থেকে নজরুল ইসলামের কথা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বারংবার সম্প্রীতির কথা বলেন। ঠিক সেই সময় ই আবেগ প্রণোদিত হয়ে এক ভুল মন্তব্য করে বসেন মুখ্যমন্ত্রী । বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্য নিয়ে শুরু হয় trolling এর ঝড়। প্রসঙ্গত এর আগেও বারংবার মুখ্যমন্ত্রীর ছোটখাটো এমন মন্তব্য নিয়ে কটাক্ষ শুরু করেছে বিরোধীরা। মুখ্যমন্ত্রীর ঐ সমস্ত ছোট ছোট বক্তব্যগুলি আলাদা করে ব্যবহার করা হয়েছে মিম মেটিরিয়াল হিসেবে। তবে আদতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলতে চেয়েছিলেন ? যেভাবে গোটা ঘটনা উপস্থাপন করা হচ্ছে সেটা সত্যি ?নাকি আসল সত্য অন্য কিছু । দেখুন সেই ভিডিও।

Byte 38:32-39;42

 

তবে অদ্ভুত বিষয় তাতে মোটেও থামেনি মুখ্যমন্ত্রী। তিনি যেন কুছ পরোয়া নেহি তত্ত্বেই বিশ্বাসী । জনমানব তাকে নাম দিয়েছেন অগ্নিকন্যা। খানিক অগ্নিকন্যার মতনই প্রত্যেকবার মানুষের উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে গিয়েছেন তিনি । আর বারংবার তার বক্তব্য শুনতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে মঞ্চস্থলে । একদিকে যখন লাগাতার কেন্দ্রের বিরুদ্ধে লড়ে চলেছেন মমতা ,ঠিক সেই মুহূর্তেই মুখ্যমন্ত্রীর করা এই বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা অনুপম হাজরা

Bytephono


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *