Cycle

কাঠের তৈরি সাইকেল কাঠ দিয়ে তৈরি চাকা

কাঠ দিয়ে তৈরি হ্যান্ডেল

এবার কাঠ দিয়ে এক আস্ত সাইকেল তৈরি করল শিলিগুড়ির শিল্পী

 

আসল না নকল বুঝতে গিয়ে হিমশিম খাচ্ছে মানুষ

 

 

 

 

 

 

 

শিল্পীর পরিচয় তার শিল্পে । শিল্পই পারে শিল্পীকে অন্য মাত্রা দিতে। কখনো শিল্পীর হাতের কাজ জ্যান্ত জিনিস কে করে দিতে পারে মৃত ,আবার মৃত জিনিস কে করে দিতে পারে জ্যান্ত । যেমন এই শিলিগুড়ির ফুলবাড়ী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঠের মিস্ত্রি সতীশ সরকার। কাঠের মিস্ত্রি হলেও তিনি কিন্তু জাত শিল্পী। কি না পারেন তিনি? দেব-দেবীর মূর্তি থেকে শুরু করে কাঠের যে কোন মূর্তি এসব তার বাঁয়ে হাতের খেল। এবার সেই সতীশ বাবুই তৈরি করলেন আস্ত এক সাইকেল না লোহা নিয়ে নয় তৈরি করলেন কাঠ দিয়ে।

 

Byte1;21-1;31

 

 

 

নিজের হাতে তিনি কাঠ দিয়েই বানিয়ে ফেলেছেন একটি সাইকেল। সাইকেলটির চাকা, সিট সবকিছুই তৈরি হয়েছে কাঠ দিয়ে। এই সাইকেলটি তৈরি করতে তার সময় লেগেছে তিনমাস। সাইকেল তৈরিতে ব‍্যবহার করা হয়েছে গামারী ও সেগুন কাঠ।

তবে হঠাৎই তার মাথায় এমন বুদ্ধি এলো কিভাবে? এমন কথা জিজ্ঞাসা করাতে তিনি বলেন আসলে ক্রমাগত সময়ের সাথে সাথে সাইকেল ব্যবহার কমে আসছে ,মানুষ সময়ের সাথে তাল মিলাতে আরো দ্রুত ছুটতে চাইছে ,তাই আর সাইকেলে মন বসছে না মানুষের । বরঞ্চ তাদের চাই মোটরসাইকেল কিংবা আরো দ্রুতগতিসম্পন্ন যানবাহন। তাই মানুষ নিজেদের ঐতিহ্যবাহী সাইকেল ব্যবহারও কমিয়ে ফেলছে। সেই সাইকেলকে মনে রাখতে নিজেদের পুরনো দিনগুলি বাঁচিয়ে রাখতেই এমন কাঠের সাইকেল তৈরি করেছেন সতীশ বাবু

Byte0;20-0;47

। শুধু সাইকেলই নয় তিনি তৈরি করেছেন আরো নানান ধরণের দেবদেবীর মূর্তি ও। কাঠ দিয়ে খোদাই করা যেকোনো দেবদেবীর মূর্তি তৈরি করতে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন এই অভিজ্ঞ হস্তশিল্পীর সাথে। বাড়িকে মোটামুটি মিউজিয়াম বানিয়ে ফেলেছেন তিনি।

 

 

 

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *