Bhalobasa

ভালোবাসা কি না পারে

বনের জন্তুকে কেও পারে পোষ মানিয়ে বাড়িতে রাখতে।

আরে এ তো শালিক মাত্র!

মনিবের সব থেকে বিশ্বাসযোগ্য সদস্য সে।

মানুষের থেকে কোন অংশে কম যায় না

দেখবেন নাকি টুসিকে!

 

মানুষ ভালোবেসে অনেক কিছুই পোষ মানায় ।এমনকি বাঘ পর্যন্ত । তবে উত্তর 24 পরগনার পাথরপ্রতিমা ব্লকের রামনগর আবাদ এলাকায় এই পরিবার পোষ মানিয়েছে এক শালিক পাখিকে । এই শালিক বলবেন না তাহলেই ভারি রাগ করে ও! ওর নাম টুসি

Byte

গত বছরই তো ঠিক এমনই সময় প্রচণ্ড ঝড়ে গাছ থেকে পড়ে যায় একটি শালিক পাখির বাচ্চা , নজরে পড়ে হরিপ্রিয়া হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র সমীর বারিকের, সঙ্গে সঙ্গে সেটি কুড়িয়ে বাড়িতে এনে সেবা-শুশ্রূষা করে বাঁচিয়ে তুলেছে।

0;00-030 lal —1;54

আজ তার একবছর বয়স পূর্ণ হলো আর এই এক বছরে শিখেছে নানান কথা, এমনকি তার মনিবের গায়ে যদি কেউ হাত দেয় তেড়ে আসে তার দিকে এই পাখিটি।

Byte0! 00-0;24 lok

কখনো মা বলে ডাকে ,কখনো কেঁদে ওঠে ,আবার কখনো হেসে ওঠে, টুসি যেন বাড়ির কনিষ্ঠতম সদস্য ।ঠিক যেন ছোট্ট বাচ্চা।

0;33-0;45 lal

খুব কম সময়ে টুসি বাড়িতে হয়ে উঠেছে সবচেয়ে প্রিয়জন। তবে সেই টুসির ই এখন বেজায় রাগ। বাড়িতে এসছে নতুন সদস্য। ভাগ পড়েছে ভালবাসায়। মাঝেমধ্যেই মেজাজ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে তার অন্যদিকে পরিবারের এই সদস্যদের নিয়ে ভারি খুশি পরিবারের বড়রা । সকলে মিলেমিশে একই সঙ্গে থাকছেন তারা

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *