রেগিং রুখতে এবার জুনিয়র ছাত্রদের পাশে দাঁড়ালো সিনিয়র ছাত্ররা
এ জানো একেবারে বেনোজির!
কলেজে ঢুকতে যেতে, কোন নবাগত যাতে শিকার না হয়ে রাগিং এর সে দায়িত্ব নিল স্বয়ং বড় পড়ুয়ার।
তৈরি করা হলো এক whatsapp গ্রুপ
যেকোনো বিপদ হলে একটি মেসেজ করলেই পাওয়া যাবে সাহায্য।
কলেজের রাগিং আটকাতে এবার অভিনব উদ্যোগও। বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। না কোন অ্যান্টি রাগিং কমিটি ,না কোন শিক্ষকদের হস্তক্ষেপ । রেগিং রুখতে এবার অগ্রণী ভূমিকা পালন করছে সিনিয়র পড়ুয়ারা। নিজেদের উদ্যোগেই তৈরি করা হলো এক গ্রুপ। নবাগত পড়ুয়াদের মধ্যে কেউ যদি কোনরকম সমস্যা সম্মুখীন হয় তাহলে বাঁচাবে এই বড় পড়ুয়ারাই । তারা জানায় নবাগত পড়ুয়াদের যাতে কোন সমস্যা না হয় তা দেখার দায়িত্ব তাদেরই
1;01-1;22 chele
ইঞ্জিনিয়ারিং কলেজ সম্পর্কে বিভিন্ন মানুষের রয়েছে বিভিন্ন ধারণা। প্রায় ১০ জনের মধ্যে ৯ জন মানুষ বিশ্বাস করেন এই ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতেই সবচেয়ে বেশি রাগিং হয়। তবে সে সমস্ত ধারণাকে কার্যত ধূলিসাৎ করে এই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ জানো নতুন পথ দেখালো শিক্ষা সমাজকে।
যাদবপুরের ঘটনার পর কলেজে রেগিং আটকাতে জুনিয়র পড়ুয়াদের পাশে গিয়ে দাঁড়ালেন কলেজেরই সিনিয়র পড়ুয়ারা। তৈরি করা হলো একটি গ্রুপ, যেখানে কলেজের কোন জুনিয়র ছাত্র ছাত্রী যদি কোনরকম রেগিং বা সমস্যার সম্মুখীন হন , তারা এই গ্রুপে সিনিয়রদের বিষয়টি জানাতে পারবেন। এমনটাই জানাচ্ছে এই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সিনিয়র ছাত্রছাত্রীরা। এই উপলক্ষে একটি করে ওয়েলকাম কার্ড বিতরণ করা হচ্ছে জুনিয়ার ছাত্র-ছাত্রীদের মধ্যে। যার মাধ্যমে এই গ্রুপে জয়েন করতে পারবে জুনিয়র ছাত্র-ছাত্রীরা। জানাতে পারবে তাদের সমস্যার কথা
Byte0;04-0;46 meye
Leave a Reply