Boktrita

শুনতেই হবে বক্তৃতা

কলেজ পড়ুয়াদের জোড় করে সমাবেশে নিয়ে যাওয়ার অভিযোগ।

কলেজ পড়ুয়াদের পিছনে ছুটছে তৃণমূলের ছাত্ররা

যেতেই হবে সমাবেশে

তৃণমূল ছাত্রদের হাত থেকে পালাতে পাঁচিল টপকালো কলেজ পড়ুয়াড়া

চূড়ান্ত ঝামেলা প্রতিষ্ঠা দিবসের দিনই

 

 

তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও ধর্মতলার বুকে সমাবেশ চলছে তৃণমূলের। যে সমাবেশে একাধিক বক্তাদের মাঝে মূল বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তারা কি বক্তৃতা দেন সেই দিকেই তাকিয়ে এখন গোটা রাজ্য। স্বাভাবিকভাবেই তাদের বার্তা শুনতে আজকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা উপস্থিত হয় ধর্মতলার বুকে । ঠিক তখনই একেবারে শেষ মুহূর্তে এসে তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্তরপাড়া প্যারীমোহন কলেজের পড়ুয়াদের। তাদের অভিযোগ পড়ুয়াদের সমাবেশে নিয়ে যাওয়ার জন্য জোর করে তৃণমূলের ছেলেরা । ভালো কথায় না মানলে ধমকি দেয়া হচ্ছে তাদের। এরপর ই কয়েকজন ছাত্রীকে দেখা যায় ভয়ের চোটে কলেজ গেট থেকে দৌড়ে পালিয়ে যেতে।তারা টোটোর চেপে বাড়ি ফিরতে চাইলে সেখানেও গিয়ে টিএমসিপি ছাত্রীরা তাদের জোর করতে থাকে।সব মিলায়ে গোটা ঘটনা ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক

 

 

 

প্রসঙ্গত এই প্রথমবার নয় এর আগেও প্যারীমোহন কলেজের ছাত্ররা অভিযোগ জানিয়েছিল তাদের জোর করে সমাবেশে নিয়ে যাওয়া হচ্ছে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি এ বছরও দেখা গেল।

যদি ও তৃণমূল ছাত্র পরিষদের কর্মী উত্তরপাড়া কলেজের ছাত্র নীলাদ্রি পাল এই অভিযোগ অস্বীকার করেছেন।তার দাবি কাউকে জোর করা হয়নি

 

Byte

এ বিষয়ে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সম্পাদক ইন্দ্রনীল দত্ত বলেন,জমিদারি শেষ হয়ে গেছে তাই জোর করে ছাত্রছাত্রীদের সমাবেশে নিয়ে যেতে চাইছে।ধমক দিয়ে জোর করে নিয়ে যাওয়ার দিন ওদের শেষ হয়ে যাবে।আজকে যাদের ধমক দিচ্ছে কাল তারাই ওদের কলেজ থেকে বের করে দেবে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *