মনে পড়ছে? লকডাউনের সময় ভাইরাল হওয়ার সেই চা কাকুর কথা । তার মুখটা ভেসে উঠলেই নিশ্চয়ই মনে পড়ছে তার সেই বিখ্যাত উক্তি ।
করোনা কালে এই ব্যক্তিকে চেনেন নি এমন ব্যক্তি খুব কমই আছে। গোটা বঙ্গে রাতারাতি এই উক্তির মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিলেন কাকু। তারপর থেকে আজ পর্যন্ত তাকে নিয়ে যত হয়েছে মিম আবার ততই জনপ্রিয় হয়েছেন তিনি। জানতে পারলে অবাক হবেন, তার জনপ্রিয়তা এতটাই শিখরে পৌঁছেছে যে তার নামে আস্ত একটি দোকান খুলে বসেছে এই চার যুবক।
“খাব না আমরা চা?”বলে দোকান খুলল শিলিগুড়ির চার বন্ধু।শিলিগুড়ি মহকুমা পরিষদের একেবারে উল্টোদিকে এই চায়ের দোকানে চা খেতে ভিড় করছে চা প্রেমীরা।
চা ,অত্যন্ত ছোট শব্দের পানীয়। তবে নয় থেকে নব্বই এই নেশা যার একবার ধরেছে সে মরেছে। আর সেই চাকেই হাতিয়ার বানিয়ে দোকান খুলেছে তারা।সকাল সাড়ে ছয়টায় এই দোকান খুলে যায় , বন্ধ হয় রাত দশটায়। অত্যন্ত মডার্ন এই চায়ের দোকানে রয়েছে পাঁচ ধরনের স্পেশাল চা, যার দাম ২০ টাকা থেকে শুরু হয় ৫০ টাকা পর্যন্ত রয়েছে। এছাড়াও সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে বিকেলের স্নাক্স অনেক ধরনের খাবার রয়েছে। সকাল হোক কিংবা বিকেল বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার একটি অন্যতম জায়গা হয়ে উঠছে এই চায়ের দোকান।
এই চায়ের দোকানের অন্যতম কর্ণধার সানি সুমন দে জানান,
Byte
নিজেদের মতো করে গোটা দোকানটিকে সাজিয়েছে ওই চার বন্ধু, তরুণ মাথা তাই বুদ্ধির নেই কোন অভাব। ব্যবসা বাড়াতে একটি বড় টিভি আনার পরিকল্পনা রয়েছে তাদের পরিকল্পনা রয়েছে সংবাদপত্র রাখারও যাতে ওই দোকানে এসে চায়ের আড্ডা জমজমাট হয় । তবে চার এই বন্ধুর উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে এলাকার মানুষ। তারাও নিয়ম করে আসেন এই দোকানে আড্ডা দিতে
ব্যুরো রিপোর্ট বাংলা হান্ট
Leave a Reply