দেড় বছর ধরে বাড়িতে নেই বিদ্যুৎ সংযোগ
দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ছাড়াই রয়েছে এই পরিবার
সন্ধ্যা নামতেই আশেপাশের বাড়িতে জলে আলো
গরমকালে প্রতিবেশী বাড়িতে চলে দীর্ঘক্ষণ বাতানুকূল যন্ত্র
সেই জায়গায় তার বাড়িতে নেই কোন ইলেকট্রিকের তার
তবে তাতে বিন্দুমাত্র আফসোস নেই তাদের
বাড়িতে রয়েছে বাচ্চা তাদের চলে পড়াশোনা
কিছুই আটকাচ্ছে না বিদ্যুৎ না থাকার জন্য
তবে কোন উপায়ে ঘরের ভেতর তৈরি হচ্ছে বিদ্যুৎ?
কল্যাণীর মদনপুরে সরকার পরিবার ,আশেপাশের লোক থেকে শুরু করে গোটা এলাকার মানুষ তাদের চেনেন সরকার পরিবার নামে। তবে এই পরিবারের রয়েছে আরও এক পরিচয়। গোটা এলাকায় ফাইভ জি কানেকশন এসেছে। প্রত্যেক। প্রত্যেক বাড়িতেই এখন এই বাতানুকূল যন্ত্র। সেখানে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই পরিবারে নেই কোন বিদ্যুৎ সংযোগ । যদিও তাতে কিছু আটকায়নি পরিবারের, দিব্যি সচ্ছল রয়েছেন তারা। না আর্থিক অনটনের জন্য নয় ,বলতে পারেন খানিক ইচ্ছাকৃত। এখন এই প্রশ্ন আপনার মনে আসতেই পারে হঠাৎ এমন ইচ্ছের
পিছনে কারণ কি ? পরিবারের সদস্যও জানান byte
0;08-0;18
। তাদের দাবি বিদ্যুৎ বিভ্রাট ও বিদ্যুতের বিল নিয়েও তাদের চিন্তা ভাবনা করতে হয় না কোনদিনই। তবে আপাতত বিদ্যুৎ সংযোগের পরিস্থিতি না থাকলেও আগামীতে তারা বিদ্যুৎ নিতে চান, ব্যবসায়িক কারণে বাড়িতে উচ্চ ক্ষমতা সম্পন্ন মেশিন বসানোর তাগিদে। বাড়ির ব্যবহার্য বিদ্যুৎ পেতে সোলারের উপরেই আস্থা ভরসা তাদের । শুধুমাত্র আলো নয় এই সোলার সিস্টেমের সাহায্যে বাড়িতে চলে পাখা লাইট এমনকি ফ্রিজ ও
0;26-0;43
এ বিষয়ে সোলার সিস্টেম বিক্রেতা ব্যবসায়ী ঝন্টু রায় জানাচ্ছেন, “প্রাকৃতিক সম্পদ পুড়িয়ে উৎপাদিত বিদ্যুৎ আর খুব বেশিদিন থাকবে না। তাই প্রাকৃতিক উপায়ে, তৈরি বিশেষত অবব্যবহার্য চিরাচরিত শক্তির উৎস সূর্যালোককে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আগামীদিনে প্রধান অবলম্বন হয়ে উঠবে।
Byte0;24-0;38 jhontu
বর্তমান যুগে যখন প্রতি বাড়িতেই বাতানুকূল যন্ত্র লাগানো সাধারণ ব্যাপার হয়ে উঠেছে এবং তার কুপ্রভাবে ক্রমশ বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং এমত অবস্থায় সরকার পরিবার যে সিদ্ধান্ত নিয়েছে তা সত্যি ব্যতিক্রমি.।নিজের ভবিষ্যতের কথা শুধু নয় মানবজাতির ভবিষ্যতের কথা ভেবেই তারা ব্যবহার করেছে এই পন্থা, সত্যিই প্রশংসনীয় তাদের এই সিদ্ধান্ত।
Leave a Reply