Alipur

আলিপুরদুয়ারের পর এবার সোনারপুর।

সমবায় সমিতি ব্যাংকে দীর্ঘদিন ধরেই চলছে দুর্নীতি

0;03-0;10

চলছে আর্থিক তছরুপ

সাধারণ মানুষের টাকা নিয়ে নয় ছয় ।

অবশেষে সমস্ত জারি জুরি হল ফাঁস

কাদের মদতে চলছিল এই কারবার?

স্থানীয় প্রশাসন কি করছিল?

0;10-0;28

প্রশ্ন উঠছে একাধিক

 

রাজ্যে একাধিক দুর্নীতির মাঝেই এবার সমবায় সমিতিতে ও দুর্নীতির অভিযোগ। জানা যাচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের পর এবার সোনারপুরের লাঙ্গলবেরিয়া কৃষি সমবায় সমিতিতে কোটি কোটি টাকার আর্থিক তছরূপ হয়েছে। সংখ্যার নিরিখে প্রায় দশ কোটি টাকার আর্থিক তছরুপ হয়েছে এই সমবায় সমিতিতে । দীর্ঘদিন ধরেই সোনারপুর এলাকায় অবস্থিত এই সমবায় সমিতি প্রচুর মানুষ কে ঋণ দেওয়ার নাম করে চলছিল । তবে অভিযোগ গত ছয় মাস ধরেই গ্রাহকদের সাথে কোন রকম যোগাযোগই রাখছে না তারা। উপরন্ত কোন রকম পয়সা ও ফেরত দেয়া হচ্ছে না সমবায় সমিতির তরফ থেকে । গোটা ঘটনায় সৌগত চক্রবর্তী নামক এক অফিসার কে আসল কালপ্রিট বলে দাবি করছেন উপভোক্তারা।

0;33-0;57

 

গতকাল সাধারণ মানুষের টাকা ফিরিয়ে দেওয়ার দাবিতে সমবায় সমিতির সামনে হাজির হলে ওই সমবায় সমিতির তরফ থেকে কোন সদুত্তর দিতে পারে না তারা। জানা যাচ্ছে শুধু লোনের টাকা নয় লক্ষীর ভান্ডারের টাকাও বহুদিন ধরে পাচ্ছিলেন না এলাকার মানুষজন । যথারীতি অনেক কারণবশতই ক্ষোভে ফেটে পড়েন তারা।

Byte! 57- 1;41

গোটা ঘটনা ঘিরে শুরু হয় ঝামেলা। উপভোক্তারা একজোট হয়ে শুরু করেন বিক্ষোভ । কামালগাজি বারুইপুর সংলগ্ন বাইপাস জুড়ে শুরু ড়য় ঝামেলা।

 

Byte

 

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *