Nagorik

রয়েছে দু দেশেরই নাগরিকত্ব

কখনো বাংলাদেশ কখনো ভারত বর্ষ

0;00-0;11 ash shirt

বিঘার পর বিঘা জমি তাদের নামে

ভোট হলেই দেখা যায় ভারতে

ভোট মিটলেই ফের বাংলাদেশ

0;20-0;29 khali gaa

কারা এরা?

কি তাদের পরিচয়?

দিনের পর দিন বর্ডার পেরিয়ে কারা আসছে ভারতে?

 

 

জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি অঞ্চল। এই অঞ্চলেই রয়েছে রহস্যময় কিছু মানুষ, যাদের বছরের পর বছর দেখা যায় না। আবার নির্বাচন এলেই দেখা যায় তাদের ভোটার কার্ড হাতে লাইন দিতে। কারা এরা ?কি তাদের পরিচয় ? তদন্ত চালিয়ে জানা যায় শুধু একজন দুজন নয় এমনই একাধিক বাসিন্দা রয়েছে ধুপগুড়ি শহরের ১৫ নম্বর ওয়ার্ডে ,যাদের রয়েছে দুই দেশের নাগরিকত্ব । কখনো তারা বাংলাদেশী, কখনো তারা ভারতীয়। জলপাইগুড়িতে রয়েছে তাদের বিঘার পর বিঘা জমি। সচ্ছল পরিবার প্রত্যেকেই। কিন্তু কারা এরা?

 

অভিযোগ, ধুপগুড়ি পুরসভার ১৫ নাম্বার ওয়ার্ডের দুই নাম্বার ব্রিজ এলাকার বাসিন্দা নেপাল চন্দ্র পাল, হৃদয় দত্ত সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দু’দেশের নাগরিকত্বের অভিযোগ ওঠে । স্থানীয় বাসিন্দারা বলেন, নেপাল চন্দ্র পাল ও তার স্ত্রী বিধানসভা ও লোকসভা নির্বাচনের সময় ধুপগুড়িতে এসে ভোট দিয়ে আবার বাংলাদেশে চলে যায়। ভোটের সময় ছাড়া তারা কয়েক বছর বাংলাদেশে থাকে। পাশাপাশি এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে তারা বেপাত্তা থাকে। কোথায় যায় তারা কোন সদত্তর নেই গ্রামবাসীর কাছে।

Bute0;18-0;40 sada kalo

এমনকি একথা কানে যায় ১৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর ননিগোপাল সরকার এর, তিনি বলেন,

Byte0;19-0;46 sky

 

কিন্তু এসবের মাঝখানেও প্রশ্ন থেকেই যাচ্ছে, বর্ডার পেরিয়ে প্রতিদিন কারা আসছে ভারতে? কি তাদের উদ্দেশ্য ? কেনই বা নিরাপত্তা রক্ষীদের হাতে ধরা পড়ছে না তারা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *