অবশেষে ঘরে ফিরলেন মা
তারাপীঠের গর্ভ গৃহে ফিরলেন মা তারা
এবার তারাপীঠে গেলেই দর্শন করতে পারবেন মা তারার
মা তারা ফিরতেই নিমেষের মধ্যে বদলে গেল প্রকৃতি।
বেশ কিছুদিন আগেই যে খবর সারা ফেলে ছিল তা হল এবার তারাপীঠে গেলে মা তারা কে আর পাওয়া যাবে না তার গর্ভ গৃহে । যা শোনার পরই কার্যত মাথায় হাত পড়েছিল ভক্তদের । তবে কোথায় যাবেন মা ,? একুশে আগস্ট মা তারা সেবাইত সংঘের পক্ষ থেকে জানানো হয়েছিল মাতারাকে তার গর্ভগৃহ থেকে বের করে রাখা হচ্ছে অন্যত্র। অন্য কোথাও বলতে একেবারে শিবের ঘরে
কিন্তু কেন?
জানা যায় কারণ একটাই দীর্ঘ প্রায় পাঁচ থেকে সাত বছর ধরে মা তারার মন্দির সংস্কারের কোন কাজ করা হয়নি।। তবে সামনে কৌশিকী অমাবস্যা আর তাছাড়াও রামপুরহাট থেকে বেশ কিছু দূরপাল্লার ট্রেন বিশেষ কারণবশত বন্ধ রয়েছে আর তার ফলেই তারাপীঠে দর্শনার্থীর সংখ্যা নেই বললেই চলে।। এই কথা মাথায় রেখে মন্দির সংস্কারের কাজ শুরু হয়।।
অবশেষে চারদিন পর সেই গর্ভ গৃহের কাজ শেষ হয়েছে। জানা যাচ্ছে এবার আবারও মা তারা কে তার পুরনো গৃহে ফিরিয়ে দেওয়া হবে
সুতরাং মা তারা কে আবার নিয়ে আসা হবে তার বাসস্থান মূল গর্ভগৃহে।।আজ মা তারাকে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করানোর আগে শুদ্ধিকরণ করা হয়, এরপর মা তারাকে নিজের স্থানে প্রতিষ্ঠিত করা হয়। আজ ভোরে মা তারা কে স্নান করিয়ে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে মঙ্গল আরতি করার পর সকল দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মা তারার গর্ভগৃহের মূল মন্দির।। আজ থেকে পুনরায় নিয়ম নীতি মেনে মা তারা কে পূজিত করা হবে।
Leave a Reply