প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ
বিক্ষিপ্ত বৃষ্টিতে নাজেহাল অবস্থা দক্ষিণ বঙ্গের মানুষের
এমত পরিস্থিতিতে যখন তিস্তায় বেড়েছে জলতল
মানুষের মনে তখন একটাই প্রশ্ন
কবে কমবে বৃষ্টি?
কবে সূর্যের মুখ দেখবে মানুষ?
বড় ঘোষণা হাওয়া অফিসের?
ভাদ্র মাস পড়তে না পড়তেই এবছর বর্ষার প্রকোপ বেড়েছে । উত্তরবঙ্গসহ দক্ষিণবঙ্গ বৃষ্টির মুখোমুখি ।যদিও তার মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি । । দক্ষিণবঙ্গে দফায় দফায় মাঝারি ধরণের বৃষ্টি হচ্ছে । প্রায় প্রতিদিনই কলকাতা ছাড়া পার্শ্ববর্তী একাধিক জেলা ইতিমধ্যেই প্রবল বৃষ্টিতে জলমগ্ন।
উত্তরবঙ্গের এমনও জায়গা রয়েছে যেখানে গত ২৪ ঘণ্টায় ২৭০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। এই বিপুল পরিমাণ বৃষ্টি হয়েছে মাটিগাড়ায়। অন্যদিকে ব্যাপক এই বৃষ্টির ফলে তিস্তা নদীর জলস্তর লাফিয়ে লাফিয়ে বেড়েছে। দার্জিলিঙে নেমেছে ভূমিধস। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় শুক্রবার থেকে ভারী বৃষ্টির দেখা পাওয়া গিয়েছে। যথারীতি, দক্ষিণবঙ্গের তথা উত্তরবঙ্গের একাধিক জেলায় বেশি পরিমাণে বৃষ্টি হওয়াতে জল জমতে শুরু করেছে যা সাধারণ জীবন যাপনে বেশ সমস্যা সৃষ্টি করছে
অনবরত এই বৃষ্টি থেকে রেহাই মেলার বিষয়ে দক্ষিণবঙ্গের বাসিন্দারা উত্তর না খুঁজলেও উত্তরবঙ্গের বাসিন্দারা উত্তর খুঁজছেন। কেননা অতিবৃষ্টির ফলে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় জনজীবন একপ্রকার ব্যাহত হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হলো, এই পরিস্থিতি থেকে কবে রেহাই মিলবে, কবে থেকে স্যাঁতসেঁতে আবহাওয়া দূরে সরিয়ে ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে?
হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে যা জানানো হয়েছে তাতে বলা হয়েছে, শনিবারও ভারী থেকে অতিভারী বৃষ্টির মুখোমুখি হবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এই সকল জেলায় আজ পর্যন্তই এমন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে উত্তরবঙ্গের এই সকল জেলায় বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে।
দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি সহ অন্যান্য জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত বৃষ্টির পর শনিবার থেকেই বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। তবে শনিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। রবিবার থেকে আকাশ পরিষ্কার হবে বলে জানা গিয়েছে।
Leave a Reply