ভোট সংক্রান্ত অসঙ্গতি খতিয়ে দেখতে এবার মাঠে নামলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
তদন্ত করতে চলে গেলেন মেখলিগঞ্জ
প্রধান বিচারপতি আদালত ছেড়ে নামলেন খতিয়ে দেখতে।
শুনানি থামিয়ে সক্রিয় ভূমিকায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়
অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালাতে এই বিচারপতির এক একটি নির্দেশে বদলে গিয়েছিল চাকরিপ্রার্থীদের জীবন। যোগ্যদের চাকরি পাইয়ে দিতে তার ভূমিকা অপরিসীম। নিয়োগ দুর্নীতি মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগ্যদের কাছে ইতিমধ্যেই হয়ে উঠেছেন এক ঈশ্বরের মত। এবার ভোট সংক্রান্ত একটি মামলার দায়ভার পড়েছে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাঁধে। এবার আর আদালতে বসে উকিলের পেশ করা তথ্যের নিরিখে নয় নিজেই ময়দানে নেমে সত্যি খুঁজতে বেরোলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
0;00-0;35 ukil
পঞ্চায়েত ভোট সংক্রান্ত একটি মামলার তদন্তে বৃহস্পতিবার কোচবিহারের মেখলিগঞ্জে গেলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
জানা যায় ভোটের সময় স্ট্রং রুমে অসঙ্গতি করা হয়েছে, এই নিয়ে মেখলিগঞ্জ এলাকার ভোটে দাঁড়ানো নির্দল সদস্য সহ ১০ জন অভিযোগ দায়ের করেছিলেন।
0;55-1;23
এদিন সেই মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এজলাসে জমা দেওয়া ভিডিও ফুটেজ না খোলায় বিচারপতিকে বলা হয় মেখলিগঞ্জে একটি সফটওয়্যার আছে, যা দিয়ে এই ফুটেজ খোলা যাবে।
Byte0;00-0;44
একথা শোনার পর বিচারপতি জানান, তিনি এখনই মেখলিগঞ্জ যাবেন। এরপর বিকেল প্রায় সাড়ে ৩টা নাগাদ মেখলিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন তিনি। যথারীতি দেবতাকে সামনে দেখতে পেয়ে এদিন গ্রামবাসীর মধ্যে উচ্ছ্বাস দেখা যায় । অভিষেক গঙ্গোপাধ্যায় মেখলিগঞ্জে যেতেই হাতজোড় করে নমস্কার করে এলাকার মানুষজন ।
Leave a Reply