*আসানসোল ۔۔۔۔۔۔স্বাধীনতা দিবসের গান গেয়ে রাতারাতি ভাইরাল আসানসোল পুচড়ার স্কুলের আদিবাসী ছাত্র শুভঙ্কর কিস্কু। তার বাড়ি আসানসোল সিধাবাড়ি গ্রামে। বাবা দিনমজুর মা গৃহবধূ। বাড়িতে আরো দুই ভাই বোন আছে। কখনো গান শেখেনি শুভঙ্কর। কিন্তু ছোট থেকে তার গলায় সুর। স্বাধীনতা দিবসের দিনে স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেখানে,সে একটি গান গেয়েছিল। সেই ভিডিও করেছিলেন স্কুলের পরিচালন কমিটির সভাপতি তিনি ফেসবুকে সেটি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। প্রচুর মানুষ সেই ভিডিও নিজের থেকে পোস্ট করেছেন এবং লক্ষ লক্ষ মানুষের ভিউ হয়েছে। আগামী দিনে বড় শিল্পী হতে চান শুভঙ্কর। কিন্তু এই অভাবের সংসারে কি করে বা তুমি গান শিখবেন তাই পাশে দাড়িয়েছে স্কুল। স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ উপাধ্যায় জানিয়েছেন শুভঙ্কর যদি আগামী দিনে গান বাজনা শিখতে চাই তাহলে স্কুল তার পাশে সব সময় থাকবে। তবে সস্তা জনপ্রিয়তায় জনসাধারণ শুভঙ্কর যাতে হারিয়ে না যাই সেদিকে তিনি খেয়াল রেখেছেন এবং যাতে তার পড়াশোনার কোনো ক্ষতি না হয় সে বিষয়ে সচেষ্ট রয়েছেন স্কুলের শিক্ষকরা
Aasansol
by
Tags:
Leave a Reply