ডাক্তার বলেছিল তাকে কোনরকম মানসিক চাপ না দিতে
আজ সেই জয়ন্ত গোটা দেশের চাপ মাথায় নিয়েছে
চাঁদের মাটিতে খনিজ লবণ সন্ধান করাই তার কাজ
খনিজ লবণ ছাড়া আর কি রয়েছে চাঁদে ,খুঁজছে জয়ন্তর রোভার প্রজ্ঞান
পৃথিবীর ছাড়িয়ে এখন তার ছানবিন চাঁদে
বাংলার ছেলের নতুন রেকর্ড
নতুন রেকর্ড জয়ন্তর
সফল হয়েছে চন্দ্রযানের অবতরণ। ইসরোর বিজ্ঞানীদের এখন নিশ্চিন্ত ঘুমের সময় । এমন ধারণা অনেকের থাকলেও। বাস্তবে তা একেবারেই উল্টো। চাঁদের সফলভাবে অবতরণের পরেই ইসরোর বিজ্ঞানীদের আসল কাজ শুরু হবে। চাঁদের বুকে সফলভাবে অবতরণ করতে পেরেছে বিক্রম ল্যান্ডার । এবার রোভার প্রজ্ঞানের কাজ হবে খনিজ লবণসহ একাধিক জিনিস খুঁজে বার করা যা মানবজাতির উন্নতি সাধনে কাজে লাগবে । তবে আপনি জানলে অবাক হবেন এই রোভার প্রজ্ঞান নিয়ন্ত্রণ করছে বাঙালি এক যুবক।প্রজ্ঞানের নেভিগেশান ক্যামেরা টিমের অন্যতম সদস্য উত্তরপাড়ার জয়ন্ত লাহা।চন্দ্রযানের সাফল্যে উচ্ছাস উত্তরপাড়ায়।
Byte
জানা যায় প্রজ্ঞান রোভার চাঁদের মাটি ছুলেই শুরু হবে নেভিগেশন ক্যামেরার কাজ।যার মুখ্য ভূমিকায় আছে উত্তরপাড়ার ছেলে জয়ন্ত লাহা এবং তার টিম।
তাই উত্তরপাড়ার জয়ন্ত এখন শুধু পাড়ার ই গর্ব নয় গর্ব গোটা দেশের। জয়ন্তর সাথে কথা বলে জানা যায় জয়ন্ত উত্তরপাড়া গভঃ হাই স্কুল থেকে পড়াশোনা করে শিবপুর বিই কলেজ থেকে খড়গপুর আই আই টি তে ভর্তি হয়।সেখানে মাস্টার্স করার পর ইসরোতে যোগ দেন ২০০৯ সালে।চন্দ্রযান ৩ মিশনের ইসরোর বিজ্ঞানীদের যে টিম কাজ করেছে সেই টিমের অন্যতম সদস্য জয়ন্ত
Byte
ছেলের সাফল্যে গর্বিত তার বাবা প্রশান্ত লাহা ও মা চন্দনা লাহা।উত্তরপাড়ায় তাদের বাড়িতে যান উত্তর পাড়ার চেয়ারম্যান দিলীপ যাদব ও স্থানীয় বিজেপি নেতৃত্ব।জয়ন্ত এবং ইসরোর সাফল্যে শুভেচ্ছা জানান গর্বিত মা বাবাকে।
চন্দনা লাহা বলেন,
Byte
এদিন জয়ন্তর বাড়িতে আসবার পর পুরো প্রধান দিলীপ যাদব বলেন-
Byte
গোটা দেশ যখন চন্দ্রযানের সাফল্য নিয়ে উৎফুল্ল উৎসাহিত । ঠিক সেই মুহূর্তে জয়ন্ত এখন এলাকার গর্ব। পরিবার-পরিজন থেকে শুরু করে দূরের বন্ধুরা সবাই এখন জয়ন্ত নাম নিয়ে পরিচয় দিচ্ছে লোক সমাজে । জয়ন্ত আজ জয় করতে পেরেছে চাঁদকে। তাই আজ তার আনন্দের দিন তার পরিবারের আনন্দের দিন
Leave a Reply