প্রত্যন্ত গ্রামে খেলা করে বড় হয়েছিল সে
ছোটবেলা থেকেই মহাকাশ চাঁদ এসব ছিল তার প্রিয় বিষয়
তবে কে জানতো একদিন গ্রামের মাঠ থেকে চাঁদ দেখতে দেখতে
চাঁদে পৌঁছে যাবে ছেলে
শারীরিকভাবে না হোক
তার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে চাঁদে পৌঁছেছে চন্দ্রযান
বর্তমানে গোটা বিশ্ববাসীর কাছে চন্দ্রযান তৈরি করেছে এক নতুন ইতিহাস। সেই চন্দ্রযান তৈরির পিছনে হাত রয়েছে একাধিক বৈজ্ঞানিকের। গোটা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সেরার সেরা বিজ্ঞানীরা এক জোট হয়ে বসে তৈরি করেছে এমন এক অভিনব যন্ত্র, যা সম্ভব করেছে চাঁদের অত্যন্ত ভঙ্গুর স্থানে পৌঁছানো। এই সাফল্যে কৃতিত্ব রয়েছে গোটা ভারতের বিভিন্ন বৈজ্ঞানিকদের ।তার মধ্যে কিছু বৈজ্ঞানিক রয়েছে যাদের জন্ম বাংলার মাটিতে । প্রত্যন্ত গ্রাম বাংলায় তাদের জন্ম । ছোটবেলা থেকেই মাঠ ঘাট এসবই ছিল তাদের খেলার সাথী
। তারাই যে বড় হয়ে পৃথিবীর বাইরে ভারতের নাম উজ্জ্বল করবে তা স্বপ্নেরো অতীত ছিল। তেমনই পাঁশকুড়ার ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের ছেলে পীযূষ পট্টনায়ক।
0;30-0;55 meye
কেমন ছিল পাঁশকুড়া থেকে ইসরোর সফর?
পাঁশকুড়ার ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর কোটাল গ্রামের বাসিন্দা পীযুষ পট্টনায়েক। প্রত্যন্ত গ্রামের বাসিন্দা পীযূষ বাবা পেশায় অবসরপ্রাপ্ত সেচ দপ্তরের কর্মচারী, মা গৃহবধূ। ছোটবেলা থেকেই যৌথ পরিবারে বেড়ে ওঠেন তিনি। গ্রামেই স্কুলে প্রাথমিক শিক্ষার পর ২০০৭ সালে মাধ্যমিক এবং ২০০৯ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে পাঁশকুড়া ব্রাডলি বার্ড হাইস্কুল থেকে। এরপর, কল্যানী সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে । মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বি.টেক পাশ করে। ২০১৩ সালে খড়্গপুর আই আই টি কলেজ থেকে এম.টেক পাশ করেন। যোগ দেন ইসরোতে।
1;30-1;48
চন্দ্রযান ২ ও ৩ এর তাপমাত্রা নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল তার হাতে।
1;13-1:23
চার বছর আগে চন্দ্রযান ২ তাপমাত্রার তারতম্যের কারণে সফলভাবে ল্যান্ড করার আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। স্বভাবতই, চন্দ্রযান ৩ এর ল্যান্ডের আগে কিছুটা চিন্তায় ছিল পীযূষকান্তির পরিবার। ২৩ আগস্ট সন্ধ্যায় চাঁদের মাটিতে চন্দ্রযান ৩ -এর অবতরণ করায় খুশির আমেজ নেমে এসেছে উত্তর কোটালের পীযূষ কান্তি পট্টনায়েকের গ্রামের বাড়িতে। পীযূষের সফলতায় খুশী পরিবার, প্রতিবেশী সহ এলাকাবাসী।
0;00- 024
Leave a Reply