Mol

চাঁদের বুকে পাওয়া গেল মানুষের মল

চন্দ্রযান পাঠানো গেল বৃথা ?

চাঁদের বুকে কোন খনিজ নয়

পাওয়া গেল মানুষের মল ?

চাঞ্চল্যকর তথ্য সংবাদমাধ্যমের হাতে

তবে সত্যিই কি চাঁদের বুকে পাওয়া গেল মানুষের ম ল?

 

সত্যি কি ইসরোর বিজ্ঞানীদের সমস্ত প্রত্যাশায় জল। সত্যিটা আদতে কি?

চন্দ্রযান তিন ,গোটা পৃথিবীর কাছে বর্তমানে এই একটি নামই যথেষ্ট গর্ববোধ করার জন্য । দীর্ঘ প্রত্যাশা দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ভারতের স্বপ্ন পূরণ । বিশ্ব রেকর্ড করল ভারত, পৃথিবীর বুকে দাগ কাটলো শুধু পৃথিবীর বুকে নয় চাঁদের বুকেও দাগ কাটলো ভারত বর্ষ। ১৪ই জুলাই শ্রীহরি কোটার সতীশ ধাওয়ান স্পেহ সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণের পর চাঁদের বুকে গিয়ে বিভিন্ন রকম খনিজ থেকে শুরু করে বরফের চাঁই খোঁজাই ছিল চন্দ্রজান তিনের রোভার প্রজ্ঞানের প্রধান উদ্দেশ্য । গতকাল বিকেল ৬ ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণের পর পৃথিবীকে সাক্ষী রেখে সেই কাজ শুরু করেছে রোভার প্রজ্ঞান। যথারীতি চাঁদের দক্ষিণ মেরুতে কি আছে তাই নিয়ে মানুষের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে জিঘাংসা সত্যি কি চাঁদের দক্ষিণ মেরুতে এমন কিছু রয়েছে যা মনুষ্য প্রজাতির উন্নতি সাধনে লাগবে। এই নিয়ে যখন উঠছে প্রশ্ন সেই মুহূর্তে এক বিতর্কিত খবর সারা ফেলে দেয় সোশ্যাল মিডিয়ায় । তবে কি সত্যিই চাঁদের বুকে জল নয় পাওয়া গিয়েছে মানুষের মল ভর্তি ৯৬ টি ব্যাগ !তবে বিজ্ঞান বলছে তা কি করে সম্ভব বিজ্ঞান অনুযায়ী এত কার্যত অসম্ভব। তবে এই নিয়ে এই মুহূর্তে সর গরম নেট মহলে।

কোনটা সত্যি? কোনটা মিথ্যে?

কে বিচার করবে ?

বাংলা হান্ট নামে তদন্তে, তদন্ত চালিয়ে জানা যায় ইসরোর তরফ থেকে এমন কোন তথ্যই প্রকাশ করা হয়নি গণমাধ্যমে। যার পরিপ্রেক্ষিতে এমন ধরনের দাবি করা যায়। বলাই বাহুল্য এখনো পর্যন্ত চাঁদের দক্ষিণ মেরুতে যে খোঁজ চালানোর জন্য গেছে চন্দ্রযান তিন সেই উদ্দেশ্যেই অটল রয়েছে রোভার প্রজ্ঞান। তবে তথ্যের যাচাই না করে ইতিমধ্যেই চাঁদে মানুষের মল ঝড় তুলেছে বিতর্কের।

 

 

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *