অবশেষে ভাইরাল হল চাঁদের দক্ষিণ মেরুর প্রথম ছবি চাঁদের বুকে নামতেই ছবি উঠল দক্ষিণ মেরু
কেমন দেখতে এখানকার চাঁদের মাটি
কেমন আবহাওয়া সেখানকার
কি রয়েছে চাঁদের দক্ষিণ মেরুতে
অবশেষে সামনে এলো সেই চিত্র
মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও যা বদলে দেবে আপনার সমস্ত ধারণা
কেন দক্ষিণ মেরুকেই বেছে নেওয়া হল অবতরণের জন্য এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন
দীর্ঘ ৪০ দিনের অপেক্ষার শেষে ২৩ আগস্ট নির্ধারিত সময় সন্ধ্যা ৬:০৪ মিনিটের কিছু আগে চাঁদের মাটিতে অবতরণ করে চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। ল্যান্ডার বিক্রমের (Lander Vikram) এমন সফল অবতরণ ভারতের ১৪০ কোটির বেশি মানুষের আশা পূরণ করে। দেশবাসী যাতে এমন বিরল মুহূর্তের সাক্ষী থাকতে পারে জন্য ইসরোর (ISRO) তরফ থেকে পুরো প্রক্রিয়ার লাইভ টেলিকাস্ট করার বন্দোবস্ত করেছিল।
বুধবার অবতরণ করার ঠিক কয়েক মুহূর্ত আগে থেকে সেই লাইভ স্ট্রিমিং দেখার জন্য দেশ-বিদেশের মানুষ উঠে পড়ে লাগেন। তবে শুরু থেকেই চাঁদের দক্ষিণ মেরুতেই কেন অবতরণ করানো হচ্ছে বিক্রম কে এই নিয়ে উঠেছিল একাধিক প্রশ্ন ।সে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন বৈজ্ঞানিকরা । জানা যায় দক্ষিণ মেরু অত্যন্ত দুর্গম হওয়া সত্ত্বেও এখানে বরফের চাই পাওয়া যেতে পারে। যা পরবর্তীকালে মনুষ্য জাতির উন্নতিকরণে কাজে লাগবে। তাই জন্য অত্যন্ত দুর্গম হওয়া সত্ত্বেও চাঁদেরই দক্ষিণ মেরুতে অবতরণের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। তাই স্বাভাবিকভাবেই শেষ কুড়ি মিনিট প্রত্যেক ভারতীয়র কাছে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শেষ সময় গোটা ভারতবাসীকে ইতিহাসের সাক্ষী রাখতে ইসরো তরফ থেকে লাইভ টেলিকাস্ট চালানো হয় গোটা দেশ ব্যাপী কোটি কোটি মানুষ বিভিন্ন প্রান্ত থেকে চন্দ্রযান ৩ এর অবতরণ দেখেন। সফলভাবে অবতরণ হওয়ার সঙ্গে সঙ্গেই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন দেশের মানুষ। চারদিকে শুরু হয় নাচ গান ভারতের জয়ধ্বনি।
অন্যদিকে ইসরোর তরফ থেকে যে লাইভ টেলিকাস্ট করা হয় সেই লাইভ টেলিকাস্ট এবং তাদের ভিডিও বাদেও বৃহস্পতিবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে দেখা যাচ্ছে। ভাইরাল হওয়া ওই ভিডিওটি অন্য কোন কৃত্রিম উপগ্রহ থেকে তোলা তার স্পষ্ট। যে ভিডিওটিতে দেখা যাচ্ছে, ল্যান্ডার বিক্রম ধীরে ধীরে মহাকাশ থেকে চাঁদের মাটির দিকে এগিয়ে যাচ্ছে।
রইল সেই ভিডিও আপনাদের জন্য
Foitge
ভিডিওটিতে দেখা যাচ্ছে, ল্যান্ডার বিক্রম চাঁদের বুকে সফ্ট ল্যান্ডিং এর সময় চাঁদের মাটিতে প্রচুর ধুলোবালি উড়ছে। ঠিক যেমন হেলিকপ্টার কোথাও ল্যান্ডিং করার সময় ঘটে থাকে। এর কিছুক্ষণের মধ্যেই সেই ধুলোবালির ঝড় থেমে যায় এবং ধীরে ধীরে সফলভাবে চাঁদের মাটিতে ল্যান্ডিং করে বিক্রম,খানিক পালকের মত। বৃহস্পতিবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি এখন আলাদাভাবেই ঝড় তুলেছে। মাত্র ৫৯ সেকেন্ডের এই ভিডিওটি মানুষের মন জয় করে নিয়েছে।
যারা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি আপলোড করছেন তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে, এটি নাকি নাসার তরফ থেকে চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রমের ল্যান্ডিং মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয়েছিল। তবে এই ভিডিওটি সত্যিই নাসার তরফ থেকে ক্যাপচার করা হয়েছে কিনা তা সম্পর্কে কোন অফিসিয়াল ঘোষণা করা হয়নি।
Leave a Reply