Fithad
Byte 1;28-1;52
Byte 2;46-2:52
2;227-2:38
2;50-2:48
চন্দ্রজানের সফলতায় মোদির কোন কৃতিত্ব নেই
মোদি কিছুই করেনি
চাঁদের সফল অবতরণের পরে বিস্ফোরক ফিরহাদ।
পাল্টা বিজেপির তরফ থেকেও তোপ ফিরহাদকে
ভারতের জন্য নতুন রেকর্ড , বিশ্বের দরবারে ভারতের মুকুটে নয়া পালক। সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে পদার্পণ করল ভারত। আর এই সফল অবতরণের পিছনে ভারতীয় ইসরোর বিজ্ঞানীদের যে ভূমিকা তা অপরিসীম। গোটা বিশ্ব যখন এই বিজ্ঞানীদের প্রশংসায় পঞ্চমুখ । তখন ভারতীয়দের মধ্যে একাংশ কে দেখা গিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ও প্রশংসা করতে । তাদের মতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেই বিজ্ঞান এতখানি উন্নত পর্যায়ে পৌঁছতে পেরেছে। অন্যদিকে যখন প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছে দেশের অনেকেই। তখন নরেন্দ্র মোদির বিরুদ্ধেই সুর ছড়িয়েছে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সরাসরি ক্যামেরার সামনে তিনি বলেন প্রধানমন্ত্রী যেন চন্দ্রযানের এই সাফল্য কে নিজের কৃতিত্ব হিসেবে না নেন.
Byte1:16-1:52 frhad
বুধবার হাওড়ার দিনের ডোমজুর ব্লকের সৃজন টেক পার্কের একটি অনুষ্ঠানে এসে এহেন মন্তব্য করেন তিনি । নরেন্দ্র মোদির নাম না করে বলেন,’ চন্দ্রযান-৩ -এর সাফল্য দেশের বিজ্ঞানীদের তথা দেশের মানুষের সাফল্য। এটা ভারতের ও ভারতের মানুষের গৌরব, এটা সকলের। তবে কেউ একজন বারংবার নিজের কৃতিত্ব জাহির করেন।
ত
অন্যদিকে ফিরহাদের এই মন্তব্যের পরেই তার বিরুদ্ধে সুর চরায় বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই বলেন, ‘ আলিপুর চিড়িয়াখানাতে সিংহের শাবক জন্মালে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতে জন্মায়। যে কোনও পাড়ার মোড়ে প্রসাবখানা তৈরি হলে সেটা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৈরি হয়। তাহলে সেই রাজ্যের একজন হীন মানসিকতার মন্ত্রী বলছেন চন্দ্রযান-৩-এর সাফল্য কেন্দ্রীয় সরকারের নয় তো কী পাকিস্তানের মুশারফ সরকারের হবে! ‘
Byte 1:32-2:48 ph
Leave a Reply