Jolpai

জলপাইগুড়ির এই স্থানে বৃহন্নলাদের হাতে পুজো নেন মা মনসা।

তাদের হাত থেকেই ফুল জল ফল অর্পণ করা হয় মা মনসার পায়

বিহার অন্ধপ্রদেশ থেকে বৃহন্নলড়ারা এসে সামিল হন পুজোতে

এ যেন এক অন্য পৃথিবী!

একেবারে অন্যরকম ব্যবস্থা.

 

 

কিছু মানুষ দেবতাকে তুষ্ট করতে লক্ষাধিক টাকা খরচা করে। আবার কেউ শুধুমাত্র ভক্তি ভরে জল বাতাসা দিয়ে পুজো করেই মনস্কামনা পূর্ণ করতে পারে । পুরান বেদবেদান্ত তে লেখা আছে ভক্তি ভরে ঈশ্বর ডাকলে পয়সা লাগে না। তাই জাতি ধর্ম ভুলে মানুষকে বারংবার দেখা গিয়েছে ঈশ্বরের শরণাপন্ন হতে । আপনি জানলে অবাক হবেন জলপাইগুড়িতেই রয়েছে এমন এক স্থান যেখানে বৃহন্নলেদের হাত থেকে পুজো নেন মা মনসা। দশ বছর ধরে এই রীতি পালন হচ্ছে জলপাইগুড়ির বুকে জলপাইগুড়ির বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটি দীর্ঘ 10 বছর ধরে বছরের এই সময় পাঁচ দিনব্যাপী মনসা পুজো করে

 

 

জলপাইগুড়ি বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদিকা পিপাসা হিজরে জানান, সমাজের মঙ্গলের জন্যই আমাদের এই পুজোর উদ্যোগ।

Byte

জানা গিয়েছে তাদের এই পুজোতে আসাম বিহার উত্তর প্রদেশ থেকে বৃহন্নলরা আসেন সামিল হতে এই কয়েক দিন । জলপাইগুড়ি সেজে ওঠে অন্য মেজাজে। এলাকার বাচ্চা থেকে বুড়ো সবাই আসেন মায়ের প্রসাদ নিতে ফল মূল থেকে শুরু করে বিভিন্ন মিষ্টি এমনকি খিচুড়ি ভোগ দেয়া হয় মা মনসা কে। তারপর তা বিলিয়ে দেয়া হয় এলাকায় বছরের পর বছর ধরে এই রীতি চলছে গোটা জলপাইগুড়িতে।

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *