Boyosh

বয়স তার মাত্র আড়াই বছর

এখনো আধো আধো কথা মুখে লেগে

এই বয়সে সে পারে বারোটি দেশের জাতীয় প্রতীকের নাম

৫০ টি পশু পাখির নাম অনর্গল বলতে।

স্কুলের গণ্ডিতে পা রাখেনি সে

তার আগেই বিশ্বের খুঁটিনাটি তার হাতের মুঠোয়

চেনেন তাকে?

Baccha footge

Byte:1;251;32

প্রতিভার কোন বয়স হয় না ।হয় না কোন লিঙ্গ । ঈশ্বর প্রদত্ত প্রতিভা নিয়ে যারা জন্মায় তাদের বয়স লাগে না পরিপক্ক হতে। আরিত্রিকা তাদের মধ্যেই একজন। বয়স তার মাত্র আড়াই বছর । স্কুগণ্ডিতেণ্ডি পাই দেয়নি সে। জানেও। জানেও না বিদ্যালয়ে বলতে কি হয় । তবে সে বলতে পারে এ টু জেড, পারে চল্লিশটি টি জন্তুর নাম অনায়াসে বলতে। পারে ১২ টি দেশের জাতীয় প্রতীকের নাম অনর্গল উচ্চরন করতে।বলা যেতে পারে এসব তার কাছে বায়ে হাতের খেল । আধো আধো গলায় সে বলে চলে এসব নিজ ছন্দে আর তাতেই অবাক হয় আত্মীয় পরিজন থেকে সাধারণ প্রতিবেশীরা । চিনে নিন সেই আরিত্রিকাকে।

 

 

 

 

 

এই সামান্য বয়সে সাধারণত শিশুরা শুধুই খেলতে চায়। আরাত্রিকাও খেলতে ভালোবাসে। তবে ওর স্মৃতিশক্তি যে অন্যান্য শিশুদের থেকে অনেকটাই বেশি সেটা বুঝতে পেরেছিলেন আরাত্রিকার বাবা প্রসেনজিৎ মাহাত। ফলে খেলার ছলে তাঁকে নানান জিনিস শেখাতে শুরু করেন তিনি। আরাত্রিকার মাও তাঁকে তালিম দিতে শুরু করেন। মানুষের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রায় ২০টি করে যানবাহন, চিকিৎসার সরঞ্জাম, শিশুদের খেলার সরঞ্জামের নাম শিখে নিয়েছে আড়াই বছরের আরাত্রিকা। এছাড়া ৪০টির ওপর জীবজন্তু, সবজি, ফলমুল সে চিনতে পারে। এমনকি ১২টি দেশের জাতীয় প্রতীক তাঁর মুখস্ত। এরকম আরও উদাহরণ আছে যা আরাত্রিকা সহজেই চিনে ফেলেছে।

 

বাইট – 0;43-1:13

 

এই অসাধারণ প্রতিভাকে ঘিরে হইচই রব বেলপাহাড়ি জুড়ে। অনেকেই আসছেন এই খুদে প্রতিভাকে দেখতে। মাত্র ২ বছর ৮ মাস বয়েসেই যে নাম তুলে ফেলেছে ইন্ডিয়া রেকর্ড বুকে। বাংলা hunt চ্যানেল ছোট্ট আরাত্রিকার উজ্জ্বল ভবিষ্যত কামনা করে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *