Joggo

মোদিকে দেশ থেকে ভাগাতে মহাযজ্ঞ তৃণমূলের
লাল পাড় সাদা শাড়ি ঢাক উলুর ধনী সহযোগে মোদী হাটাও স্লোগান
এ যেন রনে ভঙ্গ দিতে শক্তি সঞ্চয়ের জন্য দেবতার শরণাপন্ন হওয়া
লোকসভা ভোটের আগে মোদিকে বিতাড়িত করতে আটঘাট শক্ত তৃণমূলের

দুর্গাপুজোর এখনো বাকি দু মাসের বেশি, বাঙালির যদিও দু মাস আগে থেকেই উত্তেজনার নেই কোনো শেষ তবে দু মাস আগেই এই অকালবোধন অবাক করার মত নয় কি! এই সময়ে যথারীতি এমন কোন পুজো বাঙালির বারো মাসে তেরো পার মনে নেই যার জন্য বাঙ্গালি মা বোনেরা লাল পাড় সাদা শাড়ি পড়ে ঢাকের বোলে মেতে উঠতে পারেন । অশোকনগরে দেখা গেল এক অদ্ভুত চিত্র । ঢাকের বোলে শঙ্খ বাজিয়ে উৎসব তৈরি করেছেন বাড়ির মহিলারা । বেশ অবাক জনক! যথারীতি মহিলাদের এই কান্ড দেখে পথ চলতি মানুষের মনে প্রশ্ন জাগে এখন আবার কোন পুজো?
তবে এই প্রশ্ন যখন ঘুরছে মনে তখন তার থেকে ঢিল ছড়া দূরত্বে দেখা যাচ্ছে মাঠে ঘি দুধ বেল কাঠ সহযোগে হয়েছে বিশাল যোগ্যের আয়োজন। তবে অদ্ভুত বিষয় পুরোহিত যজ্ঞে সরঞ্জাম থাকলেও কাকে উৎসর্গ করে এই যোগ্য হচ্ছে তা জানা খানিক মুশকিলই হয়ে দাঁড়িয়েছিল। খোঁজখবর নিয়ে যা জানা যায় তাতেই মাথা ঘুরে যায় সবার
এ যজ্ঞ “মোদি হটাও যোগ্য”। অশোকনগর পৌর অঞ্চলের ১১ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অশোকনগর গোল বাজারে আয়োজন করা হয় এদিন এই বিশেষ মোদি হটাও যজ্ঞের। যেখানে লাল পেড়ে সাদা শাড়ি পড়ে উপস্থিত ছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। রীতিমত মন্ত্র উচ্চারণ করেই করা হয় যোগ্য। মন্ত্র উচ্চারণে শোনা যায়, “মোদী হটাও সুয়াহা”, “১১০০ টাকার গ্যাস মোদী হটাও সুয়াহা”,

১২০ টাকা লিটার পেট্রোল মোদি হটাও সুয়াহা সহ বিরোধীদের একাধিক কটাক্ষ করে স্লোগান। এই যজ্ঞে উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি স্বয়ং। এভাবেই কেন্দ্রীয় সরকারের পাশাপাশি মোদিকে নিশানা করে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেল শাসক দল তৃণমূল কংগ্রেসকে।

মূল্যবৃদ্ধি কর্মসংস্থান সহ একাধিক বিষয়কে তুলে এদিন চলে মোদী হটাও যজ্ঞ। । ২০২৪ লোকসভা নির্বাচনে যাতে নরেন্দ্র মোদিকে ক্ষমতাচ্যুত করা যায় তার জন্যই এই বিশেষ যোগ্য বলে জানানো হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তবে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক।
তবে এদিন পথ চলতি মানুষের কাছে হাসির খোরাকের নতুন কারণ ছিল এই যজ্ঞ। আসতে জেতে এই যোজ্ঞ দেখে মুচকি হেসেছেন অনেকেই। ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *