Mishmishe

কালো মিসমিসে ,চকচকে দেহ

বস্তির ভেতর থেকে উদ্ধার হলো বিশাল আকৃতির কিং কোবরা

তাকে মাপতে গেলে ফিতে পড়বে কম

এত বড় কিং কোবরা আপনি জন্মেও দেখেননি

দেখুন তবে

 

বাস্তুতন্ত্র রক্ষা করতে এই সাপের ভূমিকা অপরিসীম তবে একই স্থানে সাপ এবং মানুষ থাকা তাও আবার কিং কোবরা ? নিশ্চয়ই সম্ভব নয় । আপনি ভাবতে পারছেন আপনার বাড়ির পাশ দিয়ে হেটে যাচ্ছে বিশাল আকৃতির কিং কোবরা ।শান্তভাবে থাকতে পারবেন তো আপনি? ডুয়ার্সের মঙ্গলবাড়ী বস্তি এলাকার কাজতোপাড়া এলাকায় এই কিং কোবরাই ছিল । বসতি এলাকায় বাচ্চা বুড়োর মাঝে দীর্ঘদিন ধরে সেই কিং কোবড়া করত আনাগোনা অবশেষে জনবসতি এলাকার একটি কালভার্টের নিচ থেকে উদ্ধার করা হল বিশালাকার কিং কোবরা।

0;04-0;30

 

হঠাৎ করেই এত বড় সাইজের কিং কোবরা দেখতে পেয়ে চিৎকার-চেঁচামেচি করতে শুরু করে এলাকার মানুষজন। কোথা থেকে এলো এত বড় সাপ? যে কোন মুহূর্তে ঘটতে পারতো বিপদ, তা ভেবেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল এলাকার মানুষদের। যদিও পরবর্তীতে সাপটিকে না মেরে মনুষ্যত্বের পরিচয় দেন তারা ।ফোন করা হয় সর্পবিষারদদের ওই কিং কোবরাটিকে উদ্ধার করেন চালসার সর্বপ্রেমি দিবস রাই।

0;41-1;03

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *