ভাদ্র মাসেই গর্ভ গৃহ থেকে বেরিয়ে এলেন মা তারা।
অনির্দিষ্টকালের জন্য গর্ভ গৃহের বাইরে মা তারা করবেন বিরাজ।
তারাপীঠে মা তারার দর্শন পেতে হলে এবার থেকে যেতে হবে অন্য স্থানে
জানেন কোথায় রাখা হচ্ছে মা তারাকে?
তারাপীঠ, সময় অসময়ে বারংবার মানুষ ছুটে যায় তারাপীঠে মা তারার দর্শন করতে । মানত পূজো দিয়ে মনস্কামনা পূর্ণ করতে, বহু মানুষই যান তারাপীঠে তবে এবার যদি দেখেন তারাপীঠে গিয়ে নেই মা তারাই। অবাক হবেন না ,অনির্দিষ্টকালের জন্য গর্ভ গৃহের বাইরে বের করে রাখা হলো মা তারা কে। অর্থাৎ আপনি আপনার পরিচিত গৃহে দেখতে পাবেন না মা তারা কে।
জানা যাচ্ছে মা তারা কে তার গর্ভ গৃহের ভেতর থেকে বার করে রাখা হবে ভোলেনাথের ঘরে।
0;40-0;59
মন্দির সংস্কারের জন্য এমন ব্যবস্থা নিয়েছে মন্দির কর্তৃপক্ষ বলে জানা যায়,,।
0;20-0! 39
।বহুদিন ধরে কোজাগরী লক্ষ্মীপুজোর আগে শুক্লা চতুর্দশী তিথিতে মা তারাকে মূল গর্ভগৃহে থেকে বের করে পশ্চিম দিকে মা তারার ছোট বোন মুলুটির মা মৌলিক্ষার দিকে রাখা হয়,, এছাড়াও সোজা রথ এবং উল্টো রথে মা তারা কে মূল গর্ভগৃহের বাইরে বের করা হয়।। তবে এবার মন্দির সংস্কারের জন্য মা তারা কে গর্ভ গৃহের বাইরে বের করে শিব মন্দির এ পূজার্চনা করা হচ্ছে।।
Leave a Reply