Petrol

পেট্রোল না জল!

রাস্তায় চলতে চলতে থেমে গেল বাইক

তেল থাকলে তো চলবে!

অথচ ট্যাংকি ফুল

ওমা এ যে জল

পেট্রোল পাম্প থেকে তেল নয়

বিক্রি করা হচ্ছে জল

অথচ দাম নেয়া হচ্ছে পেট্রোলের

চরম দুর্ভোগ দুর্গাপুরে

0;00-0;22

খাবারে ভেজাল শুনেছেন! পেট্রোলে ভেজাল কোনদিন শুনেছেন? তবে এবার শুনবেন । মানুষকে টুপি পড়াতে কত কিছুই না সম্ভব এবার পেট্রলে জল মিশিয়ে ভেজাল তেল তৈরি করার অভিযোগ উঠল দুর্গাপুরের এক পেট্রোল পাম্পের বিরুদ্ধে ।জানা যায়শনিবার দুপুরে ভগৎ সিং লাগোয়া ভারত পেট্রোলিয়ামে একটি পেট্রোল পাম্পে তেল ভরাতে আসে দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দাস। পেট্রোলপাম্প থেকে তেল নিয়ে বের হতেই গাড়ি বন্ধ হয়ে যায় বলে অভিযোগ সোরভের৷ অভিযোগ, এরপরে স্থানীয় একটি গ্যারেজে নিয়ে গেলে তেলে জল আছে বলে জানায় এরপরই পাম্পে এসে গাড়ি তেল বার করতে দেখে পেট্রোল এর রং পরিবর্তিত এবং তেলের মধ্যে জল রয়েছে। এরপরই পেট্রোল পাম্পের কর্মীদের সাথে বচসাই জড়ায় বাইক আরোহী।

 

25-50

 

যদিও পাম্প কর্মী শিল্পী দাস এর দাবি, এখন নতুন যে ধরনের পেট্রোল আসছে তার রং এমনিই, হয়তো বাইক আরোহীর বাইকে জল ছিল। তবুও অশান্তি এড়াতে টাকা ফেরত দেওয়া হয়েছে।

Byte0;07-0;27

 

গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। ঘটনাস্থলে যায় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ।

 

প্রসঙ্গত দিন কয়েক আগে দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন একটি পেট্রোল পাম্পে এমন ঘটনা ঘটে।

নিত্য দিনের সাথী বাইকে তেল ভরাতে গিয়ে এখন সংশয় রয়েছে শহরের বাইক আরোহীরা।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে অগ্নি মূল্য বাজারে পেট্রোলে হাত ছোঁয়ালেই যেখানে হাত পুড়ছে সেখানে পেট্রোলের দামে কেন ভেজাল তেল কিনবে মানুষ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *