Mpdi

নরেন্দ্র মোদী না দিদি কাকে প্রধানমন্ত্রী হিসেবে চাইছে দেশ?

রাহুল গান্ধী, কেজরিওয়ালের মধ্যে কে এগিয়ে প্রধানমন্ত্রীর দৌড়ে।

এখন ই লোকসভা নির্বাচন হলে কাকে ভোট দেবে মানুষ?

NDA vs INDIA দৌড়ে কারা লড়বেন মুখ হিসেবে?

 

দেশব্যাপী চলা সমীক্ষায় উঠে এল বিস্ফোরক তথ্য!

 

সমীক্ষাই যেন ভবিষ্যৎবাণী !

 

 

 

 

 

 

আর মাত্র কয়েক মাস পরেই রয়েছে লোকসভা নির্বাচন (Lok sabha Election)। লোকসভা নির্বাচন মানেই প্রধানমন্ত্রী বেছে নেওয়ার পালা। ইতিমধ্যেই এই প্রধানমন্ত্রী নির্বাচনের লড়াইয়ে কেন্দ্রের শাসক এবং বিরোধীদলগুলি দুই জোট গড়তে ব্যস্ত। একদিকে ২৬ টি বিজেপি বিরোধী রাজনৈতিক দল নিয়ে তৈরি হয়েছে I.N.D.I.A., আর অন্যদিকে ৩৮ টি বিজেপি ঘনিষ্ঠ দল নিয়ে রয়েছে N.D.A.। এই দুই জোটের মধ্যে কে শেষ হাসি হাসবে, তা সময় বলবে।

 

তবে ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা সমীক্ষা শুরু করে দিয়েছে, এই মুহূর্তে কাদের দিকে দল ভারি, কোন জোট বাজিমাত করতে পারে ইত্যাদি নিয়ে। এর পাশাপাশি সম্প্রতি একটি সমীক্ষায় উঠে এসেছে, এই মুহূর্তে দেশের মানুষ কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন? বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন তা নিয়ে সমীক্ষায় উঠে এসেছে বড় চমক।

 

প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি রাহুল গান্ধী বা অরবিন্দ কেজরিওয়াল! বর্তমানে কাকে দেশের মানুষ সবচেয়ে বেশি পছন্দের তালিকায় রাখছেন? এই উত্তর খুঁজতে এবার দেশ জুড়ে সমীক্ষা চালিয়েছে এবিপি নিউজ এবং সি ভোটার। সেই সমীক্ষায় কি উঠে এলো অর্থাৎ কাকে দেশের মানুষ সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিলেন চলুন দেখে নেওয়া যাক।

 

গত ১৮ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত এবিপি নিউজ এবং সি ভোটার এই সমীক্ষা চালিয়েছে। সার্ভেতে অংশগ্রহণ করেছিলেন ৭৬৭৯ জন। এই সার্ভেতে অন্যান্যরা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, নীতিশ কুমার, শরদ পাওয়ার সহ বেশ কয়েকজন ৯ শতাংশ জনপ্রিয়তা পেয়েছেন। অর্থাৎ এই ৯ শতাংশ মানুষ চান এই সকল ব্যক্তিদের মধ্যে কেউ একজন প্রধানমন্ত্রী হোক।

 

যোগী আদিত্যনাথকে দেশের বহু মানুষ প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইলেও সমীক্ষার ফলাফল কিন্তু ভালো নয়। মাত্র ৩ শতাংশ মানুষ তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন। এই তালিকায় কিছুটা হলেও উপরে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাকে ৬ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। প্রধানমন্ত্রী মুখ হিসাবে অনেক জনপ্রিয়তা বৃদ্ধি করেছেন রাহুল গান্ধী। তাকে ২০ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন। অন্যদিকে জনপ্রিয়তার নিরিখে সবাইকে ছাপিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখনো পর্যন্ত দেশের ৬২ শতাংশ মানুষ তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *