Vv
বাবা চাষী মা স্বাস্থ্যকর্মী
দাদু মারা যাওয়াতেই বাড়ি এসেছিল নাসিম
হতদরিদ্র পরিবার, মৃতপ্রায় দাদু
শেষ কৃতকার্যের আগেই গ্রেফতার করল পুলিশ
যাদবপুরের ছাত্রের রহস্য মৃত্যুতে
গ্রেফতার নাসিম আখতার
ছেলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ভর্তি করতে গিয়ে শেষ সম্বলটুকু বিক্রি করে দিতে হয় তাদের ,এখন ভরসা শুধুমাত্র চাষবাস। বাবা মহসিন আক্তার চাষবাস আর মা নুরজাহান আক্তার স্বাস্থ্যকর্মী হওয়ার দরুন দু পয়সা দিয়ে চলে সংসার। পরিবার পরিজন থেকে শুরু করে প্রতিবেশীরা সবাই জানতে হো নাসিম পড়তে যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। মেধাবী ছাত্র নাসিম গ্রামের হাইস্কুলে মাধ্যমিক পাশ করার পর খড়গপুর আলামিন মিশনে ভর্তি হয়। উচ্চ মাধ্যমিক পাশ করার পর যাদবপুরে কেমিস্ট্রি নিয়ে ভর্তি হয়। তবে কে জানত মেধার নিরিখে নয় খুনের অভিযোগে খবরের শিরোনামে আসবে পূর্ব বর্ধমানের মেমারির বারারী গ্রামে নাসিম?
0;00-0;38 komolq
জানা যায় ৯ আগস্টের পর দিন নাসিম বাড়িতে ফেরে দাদুর মৃত্যুর খবর পেয়ে । পরিবার সূত্রে জানা যায় বাড়িতে ফেরার পর সবকিছু ঠিকঠাক ছিল বিশ্ববিদ্যালয় নিয়ে কোন কথাই বলেনি নাসিম । কিন্তু ঠিক তার পরের দিনই যাদবপুরে ডেকে পাঠায় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পরেই গ্রেফতার করে যাদবপুর থানার পুলিশ। যথারীতি নাসিম গ্রেপ্তার হওয়ার পরেই কান্নায় ভেঙে পড়েছে তার মা থেকে শুরু করে আত্মীয়-স্বজন ।
0-00;031bon
যে ছেলের জন্য সর্বস্ব ত্যাগ করেছে তারা সেই ছেলেই এখন গুরুতর অভিযুক্ত তা বুঝতে পেরেই মাথায় আকাশ ভেঙ্গে পড়ছে তাদের। তবে প্রতি বেশী দের বিশ্বাস এমন কাজ করতে পারেনা নাসিম।
0;00-0;20 kalo
0:24-0;43 mathay orna
আশা ছিল ছেলেই ফেরাবে হাল, ছেলের হাত ধরে আসবে সুখ তা আর হল কই , গরীব বাবা মা কে জলে ফেলে দিয়ে পুলিশের হেফাজতে নাসিম।
Leave a Reply