0;58-1:01baba
1;29-1;39
2:11-2:18 maaa
যাদবপুর কি কাল হলো!
নদীয়ার হরিণঘাটার ভালো ছেলে টা কি নষ্ট হল যাদবপুরে গিয়ে?
ছেলে অন্য এক সন্তান তুল্য ছেলের মৃত্যুর জন্য দায়ী!
এ কথা কিছুতেই মানতে পারছে না বাবা-মা থেকে প্রতিবেশী
বাবা-মার কাছে এখনো সত্যব্রত নির্দোষ
0;59-1;04 baba
2;34-2:46 maa
তবে সমাজের কাছে এখন সে অভিযুক্ত
কোনটা সত্যি ?
কোনটা মিথ্যে?
যাদবপুর বিশ্ববিদ্যালয় যে ছাত্রের রহস্য মৃত্যু হয়েছে তার বাবা মায়ের চোখের জল এখনো শুকায়নি। সেই চোখের জল ,সেই আর্তনাদ শুধু মাত্র চায় তার ছেলের খুনিরা যাতে শাস্তি পায়। তবে তার চোখের জল মুছতে গেলে আরো একাধিক বাবা-মার চোখের জল যে পড়বে তা ইতি মধ্যেই স্পষ্ট। ইতিমধ্যেই যারা এই রহস্য মৃত্যুর তদন্ত প্রক্রিয়া চলাকালীন গ্রেপ্তার হয়েছে তাদের প্রত্যেকের ক্ষেত্রেই যে কমন ফ্যাক্টর তা হল প্রতিবেশী থেকে শুরু করে বাবা মা কেউই ভাবতে পারছেন না তাদের ছেলে এমন কাজ করতে পারে !
0;59-1:40 baba
স্টুডেন্ট অফ ডিন রজত রায় জানিয়েছিলেন সত্যব্রতর ব্যবহার প্রচন্ড খারাপ। মেন্স হস্টেলে তার দাপট ছিল চোখে পড়ার মতো । অথচ অত্যন্ত দরিদ্র পরিবারে বড় হয়ে নিজের স্বপ্ন পূরণ করতেই যাদবপুরে ভর্তি হয়েছিল সত্যব্রত । বাবা প্রদীপ রায় পেশায় ফল বিক্রেতা, মা রুমা রায় গৃহবধূ ,ছোটবেলা থেকেই দারিদ্রতার মধ্যে বেড়ে ওঠা তার। স্বপ্ন ছিল ছেলেকে মানুষের মতো মানুষ করবার । সেই আশা নিয়ে ই যাদবপুর কলেজে কম্পিউটার সাইন্স নিয়ে ভর্তি করেছিলেন। স্থানীয় গোপাল একাডেমী থেকে ভালো নাম্বার নিয়ে পাস করে যাদবপুরে ভর্তি হয়েছিল সত্যব্রত।
সম্প্রতি সত্যব্রত রায় কে পুলিশ গ্রেফতার করে একেবারে ছকে বেঁধে। জানা যায় ওই ছাত্রের রহস্যম মৃত্যুর পর মায়ের সাথে ফোনে কয়েকবার কথা হয় সত্যব্রতর। মাকে বারংবার সত্যব্রত জানায় সে নির্দোষ।
1;18-2:16 maaa
তবে মায়ের কাছে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলেও পুলিশের চোখে সে এখন অভিযুক্ত।গ্রেফতার হ ওয়ার একাধিক পড়ুয়াদের জবানবন্দি করবে পুলিশ এমনটাই জানা যাচ্ছে।
Leave a Reply