Obhijato

অভিজাত পরিবারের ছেলে

বাবা-মার পয়সার অভাব নেই

তবে ছেলের ই কি শিক্ষার অভাব ছিল?

অরিত্র ওরফে আলু গ্রেফতার হতেই মুখ লুকালো বাবা-মা

মান সম্মান সমস্ত ধুলোয় মিশিয়ে দিয়েছে ছেলে

 

তাই কি ঘর ছাড়া বারাসাতের দীর্ঘ দিন ধরে থাকা এই দম্পতি?

1;33-1:35-2:49

0;27-0;32 di da

আলু ভালো নাম অরিত্র মজুমদার। বিশ্ববিদ্যালয় তাকে আলু বলেই ডাকে। ভালোবেসে হোস্টেলেও তার নাম আলু। এখন তার প্রতি ভালোবাসা ঠিক কাদের ,যারা রেগিং করত সেই গোষ্ঠীর নাকি নিরীহ ছেলেদের? তা এখনও অধরা । বারাসাতের বাসিন্দা অরিত্র বর্তমানে পুলিশি হেফাজতে, নিমেষের মধ্যেই বদলে গিয়েছে অরিত্র জীবন। বদলে গিয়েছে তার বাবা-মায়ের জীবনও। ছেলে গ্রেপ্তার হওয়ার পর থেকেই দরজায় পড়েছে তালা সমস্ত জানলা বন্ধ, প্রতিবেশীরা হাজার ডাকলেও মিলছে না সারা কোথায় গেল অরিত্রের বাবা-মাহ?

Byte0;00-0;17-2;47

জানা গিয়েছে অভিজাত পরিবারের ছেলে অরিত্র, সেভাবেই বেড়ে ওঠা। বাবা ধনী ব্যবসায়ী, মা সরকারি চাকরি করতেন। যাদবপুরের ঘটনায় নাম জড়ানোর

পর থেকেই অরিত্র ওরফে ‘আলু’-র বাবা-মাকে আর এলাকায় দেখা যাচ্ছে না বলেই জানাচ্ছেন পাড়া প্রতিবেশীরা।

0;53-1;35 -2:49

যাদবপুরের বাংলা প্রথম বর্ষের পড়ুয়ার রহস্য মৃত্যুতে নাম জড়ালেও, স্থানীয়রা অরিত্রকে কিন্তু ভালো ছেলে বলেই চেনেন। যাদবপুর কাণ্ডে আলুর নাম জড়ানোয় পাড়া-প্রতিবেশীরা রীতিমতো অবাক হয়েছেন। অরিত্রর এক প্রতিবেশী জানান,

0;16-;25 -2;49

 

পড়ুয়ামৃত্যুর ঘটনার পর ভাইরাল হওয়া একটি চ্যাটের স্ক্রিনশট থেকে অরিত্র মজুমদার ওরফে আলুর নাম সামনে আসে। ঘটনার পিছনে তারও হাত আছে বলে মনে করা হচ্ছে। তবে যাদবপুর কান্দে যে ঘটনার কথা সামনে এসেছে তাতে প্রতিবেশী যুবকের নাম উঠে আসায় যেমন অবাক প্রতিবেশীরা তেমনভাবেই দোষীদের কঠোর শাস্তিরও দাবি রাখছেন তারা। ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *